Tapan Dutta Case : অসন্তোষ প্রকাশের পরই বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তর বাড়িতে সিবিআই
CBI : বছরের পর বছর ধরে CBI এই নিয়ে তদন্ত করায়, তৃণমূল-সিপিএম-কংগ্রেসের মুখে এতদিন যা শোনা যেত, কার্যত সেই আক্ষেপই শোনা গেছিল দিলীপ ঘোষের মুখে। যদিও পাঁচ দিনের মধ্যেই ভোলবদল করেন তিনি।
রুমা পাল, হাওড়া : বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তর বাড়িতে সিবিআই। প্রতিমা দত্ত তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশের পর নিহত তৃণমূল নেতার বাড়িতে সিবিআই। ১২ বছর পরেও তপন দত্ত খুনের কিনারা এখনও অধরা। ২০১১-র ৬ মে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। যে ঘটনার প্রেক্ষিতে চলতি বছরের ৯ জুন সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি ৬ মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় আদালত। কিন্তু ৩ মাস কাটলেও এফআইআর ছাড়া কিছুই করেনি সিবিআই, কয়েকদিন আগেই অভিযোগ করেছিলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী প্রতিমা দত্ত।
তাঁর অভিযোগ ছিল, এখনও পর্যন্ত শুধু FIR দায়ের ছাড়া আর কিছুই করেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা! বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত বলেছিলেন, ‘১২ বছর ধরে আমি একটা লড়াই লড়েছি, ৪ মাস হল সিবিআই পেয়েছি। আদালতের নির্দেশ ৬ মাসের মধ্যে এই মামলা শেষ করতে হবে। কিন্তু ৪ মাস কেটে গেলেও সিবিআই এখনও পর্যন্ত কোনও যোগাযোগই করেনি। এখনও পর্যন্ত সিবিআই তদন্তে আমি হতাশ, হাইকোর্টে যাব’।
সিবিআই-তৃণমূল ‘সেটিং’ তত্ত্ব সামনে এনেছিলেন দিলীপ ঘোষ। যে তত্ত্বে সমর্থন করেন বালির নিহত তৃণমূল নেতার স্ত্রী প্রতিমা দত্ত। তিনি বলেছিলেন, ‘শুধু দিলীপ ঘোষ নন, বিরোধীরা অনেকদিন ধরেই একথা বলে আসছেন। আমারও মনে হয় কোনও গটআপ হয়নি তো? দোষী যাঁরা, তাঁরা প্রচুর পয়সাওয়ালা, কেষ্টর মতোই সব বিত্তশালী। নারদ-সারদা তদন্তে কোনও অগ্রগতি দেখতে পেলাম না’। হতাশ গলায় ফের ফের হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা বলার দিন চারেকের মধ্যে হাওড়ার নিহত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বললেন সিবিআইয়ের তদন্তকারীরা।
প্রসঙ্গত, CBI’এর তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন সুকান্ত মজুমদারও। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, 'CBI’এর তৎপরতা আরও দ্রুত হলে আমরা খুশি হব। কেন? এত ধীরগতিতে গ্রেফতার হচ্ছে, আরও আগে গ্রেফতার হলে ভাল হত।' বছরের পর বছর ধরে CBI এই নিয়ে তদন্ত করায়, তৃণমূল-সিপিএম-কংগ্রেসের মুখে এতদিন যা শোনা যেত, কার্যত সেই আক্ষেপই শোনা গেছিল দিলীপ ঘোষের মুখে। যদিও পাঁচ দিনের মধ্যেই ভোলবদল করেন তিনি। গতকাল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, 'CBI একমাত্র ভরসা। এছাড়া উপায় কী আছে? ভরসা যখন টেকে না, তখনই প্রশ্ন ওঠে। আমরা আশা করব, কোর্টও CBI-এর ওপর ভরসা রেখেছে। এছাড়া তো দ্বিতীয় রাস্তা নেই। আমাদের ভোট পরবর্তী হিংসা, বিজেপি কর্মীদের ওপর অত্যাচার, খুন, ধর্ষণের যে মামলা হয়েছিল, তার এখনও সমাধান হয়নি। তখন আমি প্রশ্ন তুলেছিলাম।'
আরও পড়ুন- ‘দ্রুত তদন্ত হলে আরও গ্রেফতার হতো’, দিলীপের পর CBI নিয়ে অসন্তোষ প্রকাশ সুকান্তরও