West Bengal School Reopen: ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal School Reopen: অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফের খুলছে স্কুল। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
![West Bengal School Reopen: ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chief Minister Mamata Banerjee West Bengal Schools and colleges are opening in the state from February 3 West Bengal School Reopen: ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/31/c504830856041dd48c779731acc0563d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ (West Bengal School Reopen)। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফের খুলছে স্কুল। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee)।
গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার শুনিয়েছিল স্বাস্থ্য দফতর। সেই আশঙ্কা থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ঘোষণা করা হয় ৩ জানুয়ারি থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। দৈনিক সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই স্কুল খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রায় এক মাস পর পড়ুয়াদের কোলাহলে মুখরিত হবে শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্যের স্কুলগুলির পাশাপাশি ৩ ফেব্রুয়ারি থেকে বঙ্গে খুলছে বেসরকারি স্কুলও। ‘সরকারি বিধি মেনেই খুলবে স্কুল।’জানালেন আইসিএসই কাউন্সিলের সিইও। ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে সিবিএসই স্কুলও।
উল্লেখ্য গত বছর ১২ ফেব্রুয়ারি ১০ মাস পর খোলে শিক্ষা প্রতিষ্ঠান। এরপর করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ। গত বছর অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী জানান নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কোভিড বিধি মেনে শুরু হবে ক্লাস। এরপর ১৬ নভেম্বর থেকে রাজ্যে খোলে শিক্ষা প্রতিষ্ঠান। এরমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট শেষ হয়েছে।
১ ফেব্রুয়ারি-১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করোনার বিধিনিষেধ জারি করা হল রাজ্যে। অফিসে ৭৫ শতাংশ পর্যন্ত কর্মী নিয়ে কাজে ছাড়। সুইমিং পুলেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়, খুলছে পর্যটন কেন্দ্র। রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। অডিটোরিয়াম, রেস্তোরাঁ, পানশালায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। সিনেমা হলেও ৭৫ শতাংশ পর্যন্ত দর্শকে ছাড়। সুইমিং পুলেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়, খুলছে পর্যটন কেন্দ্র। কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে ১৫ ফ্রেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ।
আরও পড়ুন: Bengal Corona Restriction: সিনেমা হলে ৭৫ শতাংশ পর্যন্ত দর্শকে ছাড়, করোনা বিধিনিষেধে আরও কী কী ছাড়?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)