Car Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, দুই পুলিশ কর্মী-সহ আহত ৮
কয়েকজনের আঘাত গুরুতর। দুপুর ১টা নাগাদ নিক্কো পার্ক থেকে বাইপাসের দিকে যাওয়ার সময় একটি গাড়ি পরপর কয়েকটি গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: চিংড়িঘাটায় দুর্ঘটনা। গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। দুই পুলিশ কর্মী-সহ ৮ জন আহত হন। কয়েকজনের আঘাত গুরুতর। দুপুর ১টা নাগাদ নিক্কো পার্ক থেকে বাইপাসের দিকে যাওয়ার সময় একটি গাড়ি পরপর কয়েকটি গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে। আহত সিভিক ভলান্টিয়ার ও পথচারীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির চালককে আটক করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
নিক্কো পার্ক থেকে বাইপাসগামী বেপরোয়া গাড়ি। একের পর এক গাড়ি ও পথচারীকে ধাক্কা। ধাক্কায় ২ পুলিশকর্মী সহ জখম অন্তত ৮ জন। গাড়ি থামানোর চেষ্টা করার সময় পুলিশকর্মীকে ধাক্কা। পরে পথচারীকে ধাক্কা মেরে বাইপাসে ওঠার মুখে গার্ড রেলে ধাক্কা। এত দ্রুত গতিতে চলছিল ওই গাড়ি, যে শূন্যে উড়ে বাইপাসে আরেকটি গাড়িকে ধাক্কা মারে। এক সিভিক ভলান্টিয়ার, এক পুলিশকর্মী-সহ কয়েকজনের আঘাত গুরুতর। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির চালককে আটক করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তাণ্ডব চালানোর পর পুলিশকর্মীদের উপর চড়াও অভিযুক্ত।
আরও পড়ুন- ‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন, আমি কেন খারাপ কথা বলব?’ প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
সিভিক ভলান্টিয়ারকে পিষে দিল গাড়ি : এদিকে, তারাতলা মোড়ে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে পিষে দিল বেপরোয়া গাড়ি। গতকাল রাত সোয়া ১২টা নাগাদ টহলদারি ভ্যানে ডিউটি করছিলেন তারাতলা থানার সিভিক ভলান্টিয়ার অমিত চক্রবর্তী। তারাতলা রোড ধরে দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারতে মারতে এসে রাস্তা পার হওয়ার সময় ওই সিভিক ভলান্টিয়ারকে পিষে দেয়। এরপর মেট্রোর পিলারে ধাক্কা মারে গাড়িটি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়।মৃতের বাড়ি সরশুনায়। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে তারাতলা থানার পুলিশ। ব্রেক ফেল জাতীয় যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
পুলিশ কর্মীর মৃত্যু: গত ৪ ডিসেম্বর লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় কলকাতা পুলিশের এক কর্মীর। ট্রাম না চললেও লাইন রয়েছে। সেই ট্রাম লাইনেই চাকা পিছলে বাইকে থেকে পড়ে গিয়ে পিছনে আসা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক কর্মীর। মৃতের নাম নেপোলিয়ন বালোয়াড়ি। কলকাতা পুলিশের হেড কোয়ার্টার ট্রাফিক গার্ডের কনস্টেবল আদতে শিলিগুড়ির বাসিন্দা। থাকতেন নাগেরবাজারে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ডিউটি সেরে ফেরার সময়, আরজি কর রোডে ট্রাম লাইনে চাকা পিছলে বাইক থেকে পড়ে যান তিনি। পিছনে আসা লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। হাসপাতালে নিয়ে গেলে পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করে হয়। ঘাতক লরির চালক পলাতক।