Jalpaiguri: ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, ধূপগুড়িতে আহত ১ কিশোর-সহ ২
Jalpaiguri News: ধূপগুড়ি মিউনিসিপ্যাল কাপের আয়োজন করেছিল, তৃণমূল পরিচালিত ধূপগুড়ি পুরসভা। নকআউট ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় পুরসভার ১৬টি ওয়ার্ডই।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ক্রিকেট ম্যাচকে (cricket match) কেন্দ্র করে জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়িতে (Dhupguri) দুই পক্ষের সংঘর্ষ বাধল। আহত হয়েছে এক কিশোর সহ ২ জন। ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছে ধূপগুড়ি পুরসভা।
খেলার মাঠে ধুন্ধুমার
সজোরে লাথি, একের পর এক ঘুষি। ব্য়াপক মারামারি। সামান্য় একটা ক্রিকেট ম্য়াচ ঘিরে, বড়দিনে ধুন্ধুমার বাধল জলপাইগুড়ির ধূপগুড়িতে। আনন্দের জন্য যে আয়োজন তা ঘিরেই বাধল দু'পক্ষের সংঘর্ষ। জখম হল ১ কিশোর সহ ২ জন।
ধূপগুড়ি মিউনিসিপ্যাল কাপের আয়োজন করেছিল, তৃণমূল পরিচালিত ধূপগুড়ি পুরসভা। নকআউট ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় পুরসভার ১৬টি ওয়ার্ডই। রবিবার, ছিল ফাইনাল। ধূপগুড়ি বৈরাতিগুড়ি হাইস্কুলের মাঠে মুখোমুখি হয় ১৫ ও ৬ নম্বর ওয়ার্ড। ম্য়াচ ঘিরে প্রথম থেকেই ছিল টানটান উত্তেজনা। কিন্তু তাল কাটে ক্য়াচ আউটকে কেন্দ্র করে। আউট হয়েছে না হয়নি, এই দ্বিমতের মধ্যেই দুইপক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। আহত হয় ২ জন।
বিজেপির কটাক্ষ, 'খেলার মাঠ সামলাতে পারে না। পুরসভা সামলাতে গেছে।' অন্যদিকে ধুপগুড়ি পুরসভার তৃণমূল নেতা ও ভাইস চেয়ারম্যান রাজেশ সিংহের কথায়, 'বিষয়টা নিয়ে খোঁজ খবর নেব। খুবই দুঃখজনক। আমরা এটা চাই না। আগামীদিনে যাতে এরকম না হয় সবরকমের পদক্ষেপ নেব।' ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা।
আরও পড়ুন: Hooghly: বয়স্ক ব্যক্তিরে মার পুরচেয়ারম্যানের! আচরণের নিন্দা করে ক্ষমা চাইলেন স্থানীয় তৃণমূল বিধায়ক