Mamata Banerjee: শাহ মন্তব্যের জের, রিষড়াকাণ্ডে বিহার ইস্যু টেনে BJP-কে আক্রমণ মমতার
Mamata Attacks Amit Shah on Rishra Violence: রাজ্যের রিপোর্ট চেয়েছেন অমিত শাহ। বিহারে অশান্তির প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে রিষড়াকাণ্ডে বিজেপিকে আক্রমণ মমতার।
কলকাতা: রামনবমীর মিছিল ঘিরে অশান্তির পর, মুখ্যসচিবের কাছ থেকে রাজ্যের রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মূলত বঙ্গ বিজেপির (BJP) কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই রিপোর্ট তলব করেন তিনি। ৩ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব। আর এবার, বিহারে অশান্তির প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে হাওড়া-রিষড়ার হিংসার ঘটনায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
'দাঙ্গা তো বিজেপি-বজরং দল করছে'
প্রসঙ্গত, রামনবমীর (Rama Navami) মিছিল ঘিরে হাওড়ার পর 'অশান্ত' হুগলির রিষড়া। যা নিয়ে ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতাদের নিশানার মুখে রাজ্যের শাসকদল। শুভেন্দু-দিলীপ-সুকান্তদের তোপের মুখে 'তৃণমূলনেত্রী।' রাজ্যের পরিস্থিতি নিয়ে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডাও (JP Nadda) এনিয়ে ফোনে খবর নিয়েছেন। দফায় দফায় অশান্ত রিষড়া, ঘটনাস্থলে গিয়ে হিংসা বন্ধে কড়া বার্তা দেন রাজ্যপাল। আর এবার অমিত শাহ-র মন্তব্যের প্রেক্ষিতে মমতা বলেন, 'বিহারে বলছে ক্ষমতায় ফিরলে কেউ অশান্তি করলে তাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে বলছে। তাহলে আজ করছেন না কেন ? দাঙ্গা তো বিজেপি-বজরং দল করছে। বাংলায় এসে একরকম কথা বলেন আর আড়ালে কর্মীদের উস্কানি দেন।'
' বিশেষ সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস, ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে'
অপরদিকে, এদিন শুভেন্দু বলেন, 'একটা বিশেষ সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস, ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভাল করে জানেন, এই সম্প্রদায়ের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তিনি করতে পারেননি। তাই ২০২১ সালে এনআরসি-র (NRC) মিথ্যে ভয় দেখিয়ে তাঁদের ব্যাপক ভোট নিয়ে ক্ষমতায় এসেছেন। সাগরদিঘি নির্বাচন-উপনির্বাচনের পরে তিনি বুঝেছেন, যে পশ্চিম বাংলায়, সংখ্যাগুরু- সংখ্যালঘু শুধু নয়, প্রত্যেকটা সচেতন নাগরিক মমতা বন্দ্য়োপাধ্যায়কে হারাতে চান। স্বাভাবিকভাবে এই আতঙ্ক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে লোকাল নেতা কিছু আছে, তাঁদেরকে দিয়ে, এই জিনিসটা করাচ্ছেন।'
'রেড রোডের ধর্না থেকেই অশান্তিতে উস্কানি তৃণমূলনেত্রীর'
এই ইস্যুতেই এবার কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছেন তিনি। ১ মাসের জন্য শিবপুর-রিষড়া থানাকে কেন্দ্রীয় বাহিনীর হাতে ছাড়ার দাবি জানিয়েছেন।গতকালও হাওড়া-রিষড়াকাণ্ডের প্রসঙ্গ টেনে আক্রমণ করেন তিনি।'রেড রোডের ধর্না থেকেই অশান্তিতে উস্কানি তৃণমূলনেত্রীর', বলে 'একসঙ্গে পঞ্চায়েত ভোট ভাল করে করতে হবে',হুঁশিয়ারি দেন শুভেন্দু। যদিও পাল্টা তোপ দেগেছেন মমতাও। রিষড়ায় অশান্তিতে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, রামনবমীর মিছিল কেন ৫ দিন ধরে হবে? বিনা প্ররোচনায় হাওড়া, রিষড়ায় হামলা চালানো হয়েছে। ৬ তারিখেও মিছিলের নামে হামলা করতে পারে, প্রশাসনকে সতর্ক করছি, কোনও সমস্যা যেন না করতে পারে কেউ'।