(Source: ECI/ABP News/ABP Majha)
CM Mamata Banerjee:স্বাস্থ্য খাতে বরাদ্দ আটকে দেওয়ার অভিযোগে ধর্নার মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
Mamata Letter To Modi:বঞ্চনার অভিযোগে ধর্নায় মধ্যেই প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠি। স্বাস্থ্য খাতে বরাদ্দ আটকে দেওয়ার অভিযোগে এই চিঠি, খবর সূত্রে।
সুমন ঘড়াই, কলকাতা: বঞ্চনার অভিযোগে ধর্নায় মধ্যেই প্রধানমন্ত্রীকে (CM Writes Letter To PM) মুখ্যমন্ত্রীর চিঠি। স্বাস্থ্য খাতে বরাদ্দ আটকে দেওয়ার অভিযোগে এই চিঠি, খবর সূত্রে। মোদির (PM Narendra Modi) কাছে ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকানোর অভিযোগ জানানো হয়েছে ওই চিঠিতে (CM Mamata Banerjee), সূত্রের খবর আরও। হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে নির্দিষ্ট রং করার শর্তাবলী দিয়ে টাকা আটকে দেওয়ার অভিযোগ রয়েছে চিঠিতে। দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিল্ডিংগুলিকে শর্ত অনুযায়ী নির্দিষ্ট রং করার জন্য পরিকাঠামোগত খরচ বৃদ্ধি পাবে, নরেন্দ্র মোদিকে চিঠিতে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'এনএইচএ ফান্ড রিলিজ করতে হস্তক্ষেপ করুন প্রধানমন্ত্রী। হেলথ ও ওয়েলনেস সেন্টারে নির্দিষ্ট রং করার শর্ত তুলে নেওয়া হোক', আরও লিখেছেন মমতা।
কী জানা গেল?
সূত্রের খবর মুখ্যমন্ত্রীর তরফে যে দু'পাতার চিঠি প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে, তাতে লেখা ন্যাশনাল হেলথ মিশনের আওতায় যে স্বাস্থ্য়কেন্দ্রগুলি রয়েছে তাদের জন্য বরাদ্দের বকেয়া অর্থ দেওয়া হবে না বলে কয়েকদিন আগেই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল। সেই প্রেক্ষিতেই আজকের চিঠি। ন্যাশনাল হেলথ মিশনের বরাদ্দ টাকা অগণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করা হয়েছে, চিঠিতে লেখা হয় মুখ্যমন্ত্রীর তরফে। চিঠিতে জানানো হয়েছে, রাজ্যে স্বাস্থ্য়কেন্দ্রের সংখ্যা ১১ হাজার। তাতে ফি-দিন অন্তত ৩ লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। টাকা বন্ধ থাকলে সাধারণ মানুষ বিপদে পড়বে, আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠিতে লেখেন মুখ্যমন্ত্রী। চিঠিতে আরও জানানো হয়েছে, স্বাস্থ্য়কেন্দ্রগুলিতে গেরুয়া রং না করানোয় এই ধরনের পদক্ষেপ করেছে কেন্দ্র।
বিধানসভায় প্রতিবাদ...
রাজ্যের শাসকদলের তরফে এই ধরনের অভিযোগ নতুন নয়। গত কাল, অর্থাৎ বুধবার যখন ভিক্টোরিয়া হাউসের সামনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের সভা চলছে, তখনই পাল্টা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ে চাপ বাড়ানোর কৌশল নেয় তৃণমূল। ধর্মতলায় অমিত শাহের সভার আগের দিন অর্থাৎ গতকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো, বিধানসভা চত্বরে শুরু হয় তৃণমূলের তিন দিনের প্রতিবাদ কর্মসূচি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ের জন্য ছিল এই বিক্ষোভ কর্মসূচি। গত কালই ছিল তার দ্বিতীয় দিন। কালো পোশাক পরে বিধানসভার বাইরে আম্বেদকরের মূর্তির পাশে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করা। বিক্ষোভে সামিল হন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই বিক্ষোভ চলাকালীনই আজকের চিঠি।
আরও পড়ুন:হাওড়ায় কমছে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা, কার্যকরী হচ্ছে 'সেফ ড্রাইভ, সেফ লাইফ কর্মসূচি'