Coal Scam: মলয় ঘটককে 'রক্ষাকবচ' দিল না দিল্লি হাইকোর্ট
SC On Malay: 'দিল্লি নয়, কলকাতাতেই মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করবে ইডি' । ২৪ ঘণ্টা আগে নোটিস দিয়ে জানাতে হবে মন্ত্রীকে, ইডিকে নির্দেশ আদালতের।
নয়াদিল্লি: কয়লা পাচার মামলায় (Coal Scam) মলয় ঘটককে 'রক্ষাকবচ' দিল না দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। এফআইআর খারিজ ও ইডির সমন প্রত্যাহারের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মলয় ঘটক। 'দিল্লি নয়, কলকাতাতেই মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করবে ইডি' । ২৪ ঘণ্টা আগে নোটিস দিয়ে জানাতে হবে মন্ত্রীকে, ইডিকে নির্দেশ আদালতের।
মলয় ঘটক হলেন একাধারে আইন ও শ্রম মন্ত্রী, অন্যদিকে, খনি এলাকা আসানসোলের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল বিধায়ক। চলতি বছরে একাধিকবার মলয় ঘটককে তলব করা হয়েছিল ইডির তরফে। কয়লাপাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য খনি এলাকা আসানসোলের তৃণমূল বিধায়ক মলয় ঘটককে তলব করেছিল ED। পুজোর আগে পঞ্চায়েত ভোট এবং রথের ব্যস্ততার কারণ দেখিয়ে, হাজির হননি তিনি। সূত্রের দাবি, ED-কে চিঠি পাঠিয়ে মলয় ঘটক জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, তাই ব্যস্ততার জন্য যেতে পারছেন না। ভোট মিটলে হাজিরা দেবেন। হাজিরার জন্য আরও সময় চেয়েছিলেন তিনি। চিঠির কপি দিয়েছিলেন দিল্লি হাইকোর্টকেও।
সেপ্টেম্বর মাসে আদালতে গিয়েছিলেন মলয়। বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যাের বদলির ফাইল কেন এতদিন পড়ে রয়েছে, কেন নির্দেশ কার্যকর হয়নি, সেই নিয়ে তাঁকে প্রশ্ন করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মলয়ের উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, 'ফাইলটা আপনার কাছে পড়ে আছে। একটু দেখুন।' জবাবে মলয় বলেন, 'হাসপাতালে ছিলাম। চার দিন হল ছাড়া পেয়েছি। ১৫ দিন বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক। দ্রুত দেখে নিয়ে সিদ্ধান্ত নেব।' নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকায় যেমন ক্ষোভ প্রকাশ করেছিল আদালত, তেমনই বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণের ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ্যে এসেছিল।
আরও পড়ুন, জয়নগরে পুলিশের সঙ্গে বচসা, 'ত্রাণ' না দিয়েই ফিরতে হল Congress-কে
নিয়োগ-দুর্নীতি কাঁটায় বিদ্ধ হয়ে ইতিমধ্যেই জেলবন্দি তৃণমূলের ৩ বিধায়ক, পার্থ চট্টোপাধ্য়ায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা। গরুপাচারকাণ্ডে তিহাড়ে রয়েছেন অনুব্রত মণ্ডল ও তাঁর কন্য়া সুকন্য়া। এবার সম্প্রতি গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে একের পর এক হেভিওয়েটদের গ্রেফতারে কার্যতই উদ্বেগের মুখে শাসকদল।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)