SSKM: হার্নিয়ার অস্ত্রোপচারের জন্য এসে, এসএসকেএম থেকে নিখোঁজ রোগী
হাসপাতাল সূত্রে খবর, সিসি ক্যামেরায় দেখা যায়, সোমবার দুপুর ২টো ৪৮ মিনিটে হাসপাতাল থেকে বেরিয়ে যান বছর ষাটের ওই রোগী। পরিবারের তরফে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: এসএসকেএম (SSKM) থেকে নিখোঁজ চিকিত্সাধীন রোগী। হাসপাতাল সূত্রে খবর, হার্নিয়ার (Hernia) অস্ত্রোপচারের জন্য শনিবার মেন ব্লকের কার্জন ওয়ার্ডে ভর্তি করা হয় দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা বিশ্বনাথ রায়কে। হাসপাতাল সূত্রে খবর, সিসি ক্যামেরায় দেখা যায়, সোমবার দুপুর ২টো ৪৮ মিনিটে হাসপাতাল থেকে বেরিয়ে যান বছর ষাটের ওই রোগী। পরিবারের তরফে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কী মিলেছে সিসিক্যামেরায়: এসএসকেএম থেকে নিখোঁজ হয়ে গেলেন চিকিত্সাধীন রোগী। হাসপাতাল সূত্রে খবর, সিসি ক্যামেরায় দেখা যায়, সোমবার দুপুরে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা ওই রোগী। পরিবারের তরফে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয়েছিল SSKM হাসপাতালে! কিন্তু,সেই হাসপাতাল থেকেই উধাও হয়ে গেলেন রোগী! ৩ দিনের মাথাতেও মিলল না সন্ধান! আর জি কর (RG Kar), এনআরএস’এর পর এবার এসএসকেএম! ফের সরকারি হাসপাতাল থেকে রোগী নিখোঁজের অভিযোগ!
সোমবার দুপুরে হাসপাতাল থেকে নিখোঁজ: হার্নিয়ার অস্ত্রোপচারের জন্য, শনিবার মেন ব্লকের কার্জন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা বিশ্বনাথ রায়কে। অভিযোগ, সোমবার দুপুরে হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান তিনি। হাসপাতাল সূত্রে খবর, সোমবার দুপুর ২টো ৪৮ মিনিটে সিসি ক্যামেরায় দেখা যায়, হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছেন বছর ষাটের ওই রোগী। এই ঘটনায় SSKM কর্তৃপক্ষের বিরুদ্ধে, নজরদারিতে গাফিলতির অভিযোগ তুলেছে রোগীর পরিবার।
রোগীর আত্মীয় তারকনাথ দাস বলছেন, আমার জামাইবাবু তো আর আসামী নয়, যে পালিয়ে যাবে। রোগী উধাও হয়ে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।রোগীর আত্মীয় আরও বলেছেন, ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছি। কিন্তু পুলিশ বলছে, আমাদের টাওয়ার লোকেশন অনুযায়ী অমুক জায়গায় খোঁজ করুন, তমুক জায়গায় যান। কীভাবে সবার নজর এড়িয়ে ওয়ার্ড থেকে হেঁটে বেরিয়ে গেলেন রোগী?
কেন কারও চোখে পড়ল না বিষয়টি? উঠছে এরকম নানা প্রশ্ন। এসএসকেএম হাসপাতাল (SSKM) কর্তৃপক্ষের দাবি, পুলিশের সহযোগিতায় রোগীর সন্ধান চালানো হচ্ছে।
আরও পড়ুন: ‘ডিএ আন্দোলনে গতকাল হাইকোর্টের কয়েকজন কর্মী গ্রেফতার’ কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?