(Source: ECI/ABP News/ABP Majha)
‘ডিএ আন্দোলনে গতকাল হাইকোর্টের কয়েকজন কর্মী গ্রেফতার’ কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
ধৃত ৪৬ জনকে নিজেদের হেফাজতে চেয়ে শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে আবেদন জানানো হয়।
কলকাতা : DA আন্দোলনে সরকারি কর্মচারীদের ৩০টি সংগঠনের বিধানসভা অভিযানে ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ। ধৃত ৪৬ জনকে নিজেদের হেফাজতে চেয়ে শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে আবেদন জানানো হয়।
DA আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা রুজু
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা - কর্তব্যরত পুলিশকর্মীকে কাজে বাধা, ৩২৩ ধারা - পুলিশকর্মীকে মারধর, ১৪৭, ১৪৮, ১৪৯ ধারা - হিংসা ছড়ানো, ৫০৯ ধারা - মহিলা পুলিশকর্মীকে উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি ও কটূক্তি এবং ৫০৬ ধারা - হুমকি, এই সমস্ত জামিন অযোগ্য ধারায় DA আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
‘ডিএ আন্দোলনে গতকাল হাইকোর্টের কয়েকজন কর্মী গ্রেফতার’ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের । শুক্রবার ধৃত সরকারি কর্মীদের আদালতে তোলার কথা।
আরও পড়ুন :
' এই দেখুন মাথা ফুলিয়ে দিয়েছে', ককিয়ে উঠলেন অবসরপ্রাপ্ত সরকারিকর্মী
DA চাওয়ায় জোটে পুলিশের ঘুষি!
শুক্রবার বকেয়া ডিএ-র দাবিতে বুধবার লেনিন মূর্তির পাদদেশ থেকে বিধানসভা পর্যন্ত অভিযানের ডাক দিয়েছিল সরকারি কর্মীদের ৩০টি সংগঠন। DA’র দাবিতে সরকারি কর্মচারীদের ৩০টি সংগঠনের যৌথমঞ্চের বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় ! সেইমতো এদিন ডোরিনা ক্রসিং হয়ে রানি রাসমনি রোডে আন্দোলনকারীদের মিছিল পৌঁছতেই আটকায় পুলিশ। আন্দোলনকারীদের রুখতে ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। আন্দোলনকারীরা দুটি ব্যরিকেড ভেঙে এগিয়ে যান। ধর্মতলা থেকে মিছিল বিধানসভার দিকে এগোতেই আটকায় পুলিশ। বকেয়া DA চাওয়ায় জোটে পুলিশের ঘুষি! রক্তাক্ত হন কেউ কেউ। টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে আন্দোলনকারীদের তোলা হয় গাড়িতে।
নিস্তার পেলেন না, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও
বকেয়া DA’র দাবিতে পথে নেমে, পুলিশের ধাক্কাধাক্কি থেকে নিস্তার পেলেন না, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও। এদের মধ্যে অনেকের দাবি, ডিএ বকেয়া থাকার ফলে তাঁরা পেনশনে অনেক টাকা কম পাচ্ছেন। হাইকোর্ট ডিএ-কে অধিকার বললেও, সেই অধিকার মিলবে কবে? উত্তর নেই কারও কাছে। পেট্রোল-ডিজেল অগ্নিমূল্য! নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি যেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায় নেমেছে! এই পরিস্থিতিতে সংসার চালাতে, সরকারি চাকরি থেকে অবসর নেওয়া এই প্রবীণদের ভরসা পেনশনটুকু। কিন্তু, DA বকেয়া থাকায়, এখন হাতে পাচ্ছেন অনেক কম টাকা।