Adhir ON RG Kar: "নিজেদের বাঁচাতে তদন্তকে বিপথে চালানোর চেষ্টা করেছে সরকার", RG কর কাণ্ড নিয়ে বিস্ফোরক অধীর
Adhir On RG Kar Doctor Death Case: প্রথম থেকে আরজি কর কাণ্ডের তদন্ত ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে রাজ্য সরকার। শুক্রবার এই অভিযোগই করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
কলকাতা: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Hospital woman doctor death case) ঘটনায় কেউ যাতে রাজ্য সরকারকে দায়ী না করতে পারে তার জন্য প্রথম থেকেই তদন্তকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছে তারা। শুক্রবার এই বিস্ফোরক অভিযোগই করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Congress Leader Adhir Ranjan Chowdhury)।
RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে আজ এই অভিযোগই করেন অধীর রঞ্জন চৌধুরী। এপ্রসঙ্গে তিনি বলেন, "এই ঘটনায় রাজ্য সরকারকে যাতে কেউ কোনওভাবে দায়ী না করতে পারে তার জন্য প্রথম থেকেই তদন্তকে ভুল পথে পরিচালিত করা চেষ্টা হয়েছে। সেই কারণেই এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি এই নারকীয় কাণ্ডের মূল অপরাধীকে। যখন সিবিআই এই মামলার তদন্তভার হাতে নেয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নিজের দায়িত্ব থেকে দূরে সরে যেতে চাইছেন। যদি তিনি মনে করতেন তাহলে সিবিআইয়ের কাছে গিয়ে অপরাধীকে ধরার জন্য তাঁর তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতার প্রস্তাব দিতেন। তিনি আদালতে গিয়ে এই বিষয়ে সহযোগিতা করার প্রস্তাব দিতে পারতেন। কিন্তু, তার বদলে তিনি নিজেকে এর থেকে দূরে রাখতে চাইছেন।"
#WATCH | Kolkata, West Bengal: On RG Kar woman doctor rape-murder case, Congress leader Adhir Ranjan Chowdhury says, " Since the beginning itself, there was an attempt to mislead the investigation so that nobody blames state govt...because of which till now we don't know who is… pic.twitter.com/o5AGnkQCKR
— ANI (@ANI) August 30, 2024
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবারই আরজি কর হাসাপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে ও সুবিচারের দাবিতে কলকাতায় অধীর চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেছিল কংগ্রেস।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।