Adhir Ranjan Chowdhury: ইউনেস্কোর মিথ্যাবাদী তালিকায় শীর্ষে থাকবেন মমতা, সিঙ্গুর-মন্তব্যে কটাক্ষ অধীরের
Mamata Banerjee: টাটাকে তাড়িয়েছে সিপিএম, বুধবার শিলিগুড়িতে মন্তব্য করেন মমতা।
কলকাতা: বাংলার পুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এ বার ইউনেস্কোকে ভারতের সেরা মিথ্যেবাদী রাজনীতিক খোঁজার দায়িত্ব নিতে বললেন বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। সিঙ্গুর (Singur Movement) থেকে টাটাদের (TATA) তাড়ানোর জন্য সিপিএম-কে দায়ী করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রেক্ষিতেই এমন মন্তব্য অধীরের।
সিঙ্গুর-মন্তব্যে মমতাকে মিথ্যেবাদী-কটাক্ষ অধীরের
বুধবার শিলিগুড়িতে দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে শিল্পায়নের প্রশ্নে সিঙ্গুর পর্ব নিয়ে মুখ খোলেন মমতা। সেখানে তিনি বলেন, "কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছেন যে আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, এখন টাটা চাকরি দিচ্ছে। টাটাকে আমি তাড়াইনি। সিপিএম তাড়িয়েছে। আপনারা জোর করে জমি দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি। এত প্রকল্প হয়েছে, কারও জমি জোর করে নেওয়া হয়নি। আমরা কোনও শিল্পপতির সঙ্গে বৈষম্য করি না।"
তাঁর এই মন্তব্য সামনে আসতেই চটেছেন বিরোধীরা। এ নিয়ে এবিপি আনন্দের তরফে প্রতিক্রিয়া চাওয়া হলে, অধীর বলেন, "ইউনেস্কোকে যদি জিজ্ঞেস করা হয়, ভারতের শ্রেষ্ঠ মিথ্যেবাদী রাজনীতিবিদের তালিকা তৈরি করুন, প্রথমেই তাতে মমতা বন্দ্য়োপাধ্যায়ের নাম লিখবে। সবাই দেখেছেন, টাটাকে উৎখাতের পর সিঙ্গুর দিবস পালন করেছিলেন উনি। টাটার তৈরি গাঁথনি, বিল্ডিং সরকারি টাকায় ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিলেন। কংক্রিটের জঙ্গল উচ্ছেদ করে, সমতল করে সেখানে আলু, ধানের বীজ বন্টন করেছিলেন। বেলছিলেন, কৃষকদের চাষের অধিকার ফিরিয়ে দিলেন। আর টাটা বলেছিল, বন্দুকে ভয় পায়নি তারা। কিন্তু দিদি ট্রিগার টিপে দিলেন। তাতেই ব্য়বসা গোটাতে হল।"
মমতার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। তাঁর কথায়, মিথ্যায় একেবারে ডিলিট করেছেন, ঘটনাক্রমে তিনি বাংলার মুখ্যমন্ত্রী। উনি যেটা বলেননি এখনও, তা হল, সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর জন্য ধর্নায় বসেছিলেন বুদ্ধবাবু। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেন, যাতে কোনও ভাবেই সিঙ্গুরে কারখানা গড়তে না পারে টাটা। তার জন্য বুদ্ধবাবুর নেতৃত্বে রাজ্যের বামপন্থীরা, সাধারণ মানুষ ভাঙচুর চালান।"
টাটাকে তাড়িয়েছিল সিপিএম, মমতার মন্তব্যে তরজা
উল্লেখ্য, কংগ্রেস ছেড়ে বেরিয়ে তৃণমূল তৈরি করলেও, জননেত্রী হিসেবে মমতাকে বাংলার রাজনীতিতে প্রতিষ্ঠা দেয় সিঙ্গুর জমি আন্দোলনই। সেখানে টাটা সংস্থার ন্যানো গাড়ির কারখানা তৈরিকে কেন্দ্র করে যে অশান্তির আবহ তৈরি হয়, তাকে বৃহত্তর আন্দোলনের আকার দেন মমতাই। আর সেই আন্দোলনই তাঁকে পৌঁছে দেয় বাংলার মসনদে। তার জন্য যদিও বার বার আক্রমণের মুখে পড়তে হয়েছে তাঁকে। সিঙ্গুর পর্বের জন্যই বাংলায় শিল্পপতিরা বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না বলে দাবি করে থাকেন বিরোধীরা। সম্প্রতি যদিও টাটা-র সঙ্গে সেতুবন্ধনে প্রয়াসী হয়েছে মমতা।