West Bengal Live Blog: মালদার বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগে সংসদ চত্বরে বিক্ষোভে কংগ্রেসও
West Bengal Live Update: রাজ্য থেকে জেলা, কোথায় কী ঘটছে.. দেখে নিন এক ক্লিকে
LIVE

Background
কলকাতা: কুকুরের পর এবার ট্রাক্টরের নামেও বিহারে 'রেসিডেন্সিয়াল সার্টিফিকেট'! 'পূর্ব চম্পারণে সোনালিকা ট্রাক্টরের নামে শংসাপত্র, বাবার নাম স্বরাজ ট্রাক্টর! প্রথমে কুকুর, এবার ট্রাক্টরের নামে শংসাপত্র দিচ্ছে বিহার সরকার। এই ধরনের সার্টিফিকেটই ভোটার তালিকার প্রামাণ্য নথি নির্বাচন কমিশনে! কুকুর, ট্রাক্টরকে সার্টিফিকেট, অথচ গরিব, বৈধ ভোটারদের নাম বাদ। ট্রাক্টরও ভোটাধিকার পাচ্ছে, নিবার্চন প্রক্রিয়া নিয়েই প্রহসন!' বিহারে SIR নিয়ে বিতর্কের মধ্যেই ছবি পোস্ট করে আক্রমণে তৃণমূল। বিহারের ভোটার তালিকা নিয়ে তৃণমূলের অভিযোগ, খারিজ কমিশনের। 'বিহারের কোনও ভোটার এরকম কোনও নথি পেশ করেনি। প্রত্যেক নাগরিকের ভোটই গুরুত্বপূর্ণ', তৃণমূলের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি নির্বাচন কমিশনের।
'CAA-তে আবেদন করলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার'। বনগাঁয় বিজেপির CAA-ক্যাম্প, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের। 'নাগরিকত্বের জন্য আবেদন করলেই বাংলাদেশি। মিলবে না কোনও সরকারি সুযোগ-সুবিধে', হুঁশিয়ারি বনগাঁর তৃণমূল চেয়ারম্যান গোপাল শেঠের। সিএএ তে আবেদন করলে লক্ষীর ভান্ডার পাবেনা,স্বাস্থ্য সাথী পাবে না , যারা নাগরিকত্বের জন্য আবেদন করছেন তারা বাংলাদেশী এবং তার পরিপ্রেক্ষিতেই সমস্ত সরকারি সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন। হুঁশিয়ারি বনগাঁর শাসক দলের চেয়ারম্যান গোপাল শেঠের।
বিজেপি যদি ভাবে এভাবে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেবে, তৃণমূল তা হতে দেবে না। বিহারে কুকুরের নামে নামে এসআইআর? প্রশ্ন তুলে কমিশনকে নিশানা অভিষেকের।
BLO-দের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কমিশনের তদন্ত চান শুভেন্দু। BLO-দের ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী, অভিযোগে সরব শুভেন্দু । 'না জানিয়ে দিল্লিতে প্রশিক্ষণের অভিযোগে করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মী বলে মনে করিয়ে BLO-দের হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ভোট প্রক্রিয়ায় কারচুপি করার চক্রান্তের পর্দাফাঁস। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরেই ১ হাজার BLO বদলের নির্দেশ', রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তদন্তের জন্য কমিশনকে আবেদন। 'BLO বদলের জন্য জেলা শাসকদের কাছে নির্দেশ সরকারের। তদন্তে প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নিক কমিশন', BLO-বদলের অভিযোগে তদন্ত চেয়ে দাবি শুভেন্দু অধিকারীর।
শীতলকুচিতে জমি বিবাদে সংঘর্ষ, আক্রান্ত পুলিশ। জমি বিবাদে সংঘর্ষ দুই গোষ্ঠীর মধ্যে। ঘটনাস্থলে পুলিশের ওপর হামলার অভিযোগ। জমি বিবাদে সংঘর্ষে গ্রেফতার বেশকয়েকজন ।
ঘাটালের সাংসদ দেবের সফরের আগেই তাঁর নামে পড়ল পোস্টার। চলতি বছরে চারবার বন্যার মুখোমুখি হয়েছেন ঘাটালের মানুষ। আজ দেবের ঘাটাল সফরের আগেই বিভিন্ন এলাকায় তাঁর নামে পড়ল পোস্টার। পাশাপাশি সেচমন্ত্রী মানস ভুঁইয়ার নামেও পড়েছে পোস্টার। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট ও তাঁর কর্মী, সমর্থকেরা এই পোস্টার লাগান। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে তীব্র সমালোচনা বিজেপি বিধায়কের।
News Live: CAA তে ফর্ম ফিল আপ নিয়ে হুঁশিয়ারি বনগাঁর তৃণমূল নেতার গলায়
বিজেপির কথায় যারা CAA-তে ফর্ম ফিলাপ করছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কিছুই পাবেন না। কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার চেয়ারম্যানের গলায়। ভয় দেখাচ্ছেন তৃণমূল নেতা, পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।
Joint Result: ৩ মাস পার, এখনও অধরা জয়েন্টের রেজাল্ট
৩ মাস পার, এখনও অধরা জয়েন্টের রেজাল্ট
কবে জয়েন্টের রেজাল্ট, জানা যাবে কাল?
উচ্চ শিক্ষা দফতর থেকে গেল নির্দেশিকা
কাল দুপুর ২: সাংবাদিক বৈঠক ডাকল বোর্ড























