Cooch Behar News: ৩ বছরে মিলল বিচার, বৃদ্ধাকে নির্যাতন-খুনের অভিযোগে কারাদণ্ডের নির্দেশ বাংলায়
Crime Against Woman: অভিযুক্তকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। খুনের চেষ্টার অভিযোগে আরও ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আলাদা।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বারবার- লাগাতার। রোজই কোনও না কোনও ভাবে নারীর উপর অত্যাচারের ঘটনা সামনে আসছে। সারা দেশেই প্রায়দিনই নারীর উপর অত্যাচারের ঘটনা ঘটেছে। আন্দোলন হয়, মামলা হয়- কিন্তু শাস্তি পেতে পেতে সমাজের স্মৃতি থেকে অনেকটাই ফিকে হয়ে যায় সেই ঘটনার দাগ। আরজি কর কাণ্ডের জেরে এখন প্রবল আন্দোলন চলছে সারা রাজ্যে। সরকারি মেডিক্যাল কলেজের মধ্যে কর্তব্যরত মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে এখন প্রবল তোলপাড় বাংলায়। আন্দোলন চলছে দেশের নানা প্রান্তে, বিদেশেও। সেই আবহেই সামনে এল এমন একটি ঘটনা- যেখানে নারীর উপর অত্যাচারের ঘটনায় আদালতে শাস্তি পেল অভিযুক্ত।
কোচবিহারে ৬২ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ ছিল। তাকে গ্রেফতার করেছিল পুলিশ। প্রায় বছর তিনেক মামলা চলার পরে অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড দিল কোচবিহারের মাথাভাঙ্গা মহকুমা আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ২০২১ সালের জুন মাসে মাথাভাঙ্গার ঘোকসাডাঙা থানা এলাকার ঘটনা। পুলিশের কাছে যা অভিযোগ ছিল- ওইদিন মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন ৬২ বছরের এক মহিলা। সেই সময় মনোরঞ্জন মন্ডল নামে এক তরুণ, তখন তাঁর বয়স বছর কুড়ি, ওই মহিলাকে একা পেয়ে তাঁকে ধর্ষণ করেন। তারপরেই পাশেই থাকা ঘাস কাটার ধারাল অস্ত্র দিয়ে ওই মহিলাকে আঘাত করে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ। আঘাতের পরে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
এরপর স্থানীয় কিছু মানুষ জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দ্রুত ঘটনার তদন্ত শুরু করে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কিন্তু ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী ছিল না। আশেপাশের তথ্য প্রমাণ এবং নির্যাতিতা মহিলার বয়ানের ভিত্তিতে ঘটনার এক মাসের মধ্যে তদন্তকারী অফিসার এসএসআই অমলেশ সরকার চার্জশিট জমা দেন।
অবশেষে মামলার দীর্ঘ শুনানির পরে তথ্যপ্রমাণের ভিত্তিতে মাথাভাঙ্গা মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা জজ অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করেন এবং ধর্ষণের জন্য সাত বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা দেওয়া হয়। পাশাপাশি খুনের চেষ্টার অভিযোগের জন্য তিন বছরের কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা ধার্য করেন । আদালতের রায়ে খুশি নির্যাতিতার পরিবার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সন্ন্যাসে'না', জোটের জায়গা রেখে নতুন দল চম্পাই সোরেনের, ঝাড়খণ্ডে নয়া সমীকরণ?