Cooch Behar News: কোচবিহারে কলেজছাত্রীকে গণধর্ষণ, সাজা ঘোষণা আদালতের
West Bengal News: আর জি কর-কাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল সারা রাজ্য়। তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রতিবাদ আন্দোলন।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আর জি কর-কাণ্ডের (R G Kar News) আবহে ঘোষণা হল কোচবিহারের শীতলকুচিতে কলেজছাত্রীর গণধর্ষণ মামলার রায়। দোষী সাব্যস্ত ৩ জনকেই ২৫ বছরের কারাদণ্ড দিল আদালত।
সাজা ঘোষণা আদালতের: আর জি কর-কাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল সারা রাজ্য়। তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রতিবাদ আন্দোলন। জোরদার হচ্ছে দোষীদের শাস্তির দাবি। এই আবহে কলেজ ছাত্রীকে গণধর্ষণে ৩ যুবককে ২৫ বছরের কারাদণ্ড দিল কোচবিহার জেলা আদালত। ২০২১ সালের ২১ ডিসেম্বর কলেজ যাওয়ার পথে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তাঁরই কলেজের এক ছাত্র সহ ৩ জনের বিরুদ্ধে। গ্রেফতার করা হয় ৩ জনকেই। শুক্রবার কোচবিহার জেলা আদালত তিনজনকেই ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় এবং এক লক্ষ টাকা করে জরিমানা করেন বিচারক।
অন্যদিকে, দার্জিলিং-এর মাটিগাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ-খুনের সাজা ঘোষণা হবে আগামীকাল। মাটিগাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ-খুনে দোষী প্রমাণিত হল অভিযুক্ত যুবক।গত বছরের ২২ অগাস্ট দার্জিলিঙের মাটিগাড়ায় ধর্ষণ করে মাথা থেঁতলে খুন করা হয় এক স্কুলছাত্রীকে। সেই ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ আব্বাস নামে এক যুবককে। বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করে শিলিগুড়ি মহকুমা আদালত। রায় ঘোষণা হবে শনিবার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar Protest: 'খুবই ধিক্কারজনক ব্যাপার' পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্যপদ ছাড়লেন সুপ্রতিম রায়