R G Kar Protest: 'খুবই ধিক্কারজনক ব্যাপার' পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্যপদ ছাড়লেন সুপ্রতিম রায়
R G Kar News: নাট্যকর্মী সুপ্রতিম রায় বলেন, "আর জি কর-কাণ্ডে প্রশাসনের ভূমিকা খুবই ধিক্কারজনক ব্যাপার।'
কলকাতা: আর জি কর-কাণ্ডে প্রশাসনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন নাট্য়কর্মী সুপ্রতিম রায়। প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্যপদ ছাড়লেন নাট্যব্যক্তিত্ব। পাশাপাশি রাজ্য সরকারের সমস্ত উৎসব বয়কটের ঘোষণা করলেন তিনি।
অসন্তোষ প্রকাশ: নাট্যকর্মী সুপ্রতিম রায় বলেন, "আর জি করে যে ঘটনা ঘটেছে এবং প্রশাসনের ভূমিকা খুবই ধিক্কারজনক ব্যাপার। আমার পদত্যাগটা এর বিরুদ্ধে যেমন, তেমন তাঁদের বিরুদ্ধেও যাঁরা মুখ দিয়ে কোনও কথা বলছেন না, বা এই আন্দোলনের বিরুদ্ধে কথা বলছেন। আমি নিজে এবং আমাদের দলের অনেকেই নন্দীগ্রামের সময় তৎকালীন সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলাম। আজকে যখন আমরা পথে নামছি, তখন আন্দোলনের বিরুদ্ধে কথা বলছেন। আমার মনে হয় না সেই লোকগুলির সঙ্গে নাটকের ভবিষ্যত নিয়ে আলোচনা করতে পারব।''
প্রতিবাদে সরব: আর জি কর মেডিক্য়ালের প্রতিবাদকে কটাক্ষ করতে গিয়ে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক যা বলেছেন, তারপর থেকে সরকারি পুরস্কার ফেরানোর কার্যত ঝড় উঠেছে। এরপর থেকেই শিল্পী-সাহিত্য়িক-প্রবন্ধকার-অভিনেতা-নাট্য়ব্য়ক্তিত্ব একে একে পুরস্কার ফেরাচ্ছেন। এই প্রেক্ষাপটেই এবার মুখ খুললেন শাসক ঘনিষ্ঠ বলে পরিচিত কবি সুবোধ সরকার। আর জি কর-কাণ্ডে বেনজির গণ-আন্দোলনের আবহে সরকারি পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত স্রোতের চেহারা নিয়েছে। রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরাচ্ছেন একের পর এক শিল্পী।শুরুটা হয়েছিল আলিপুরদুয়ারের শিক্ষাবিদ পরিমল দে-র বঙ্গরত্ন সম্মান প্রত্যাখ্যান দিয়ে। কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্য়ের পর রাজ্য সরকারের 'বিশেষ চলচ্চিত্র পুরস্কার' ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। নাট্যক্ষেত্রে রাজ্য় সরকারের সর্বোচ্চ সম্মান 'দীনবন্ধু মিত্র পুরস্কার' ফেরান নাট্য়কার চন্দন সেন। পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির দেওয়া শ্রেষ্ঠ নির্দেশকের সম্মান ফেরান নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির দেওয়া পুরস্কার ফেরাতে চেয়ে সংশ্লিষ্ট দফতরের সচিবকে চিঠি দেন অভিনেতা সুপ্রিয় দত্ত। পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ফেরাতে চেয়েছেন অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত। নাট্য আকাদেমির দেওয়া পুরস্কার ফেরাচ্ছেন অভিনেত্রী সঞ্জিতা মুখোপাধ্য়ায়। একই পথে হেঁটেছেন নাট্যকর্মী শুভদীপ গুহ। রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছেড়েছেন শিল্পী সনাতন দিন্দা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar News: স্বাস্থ্য ব্যবস্থায় বদল আনার লক্ষ্য, IMA সম্মেলনে ক্ষোভ উগরে দিলেন চিকিৎসকরা