Cooch Behar News:থানার ভিতরে ওসির জন্মদিন পালন ! ভাইরাল ভিডিও
Cooch Behar Birth Day Celebration in Police Station: ওসির চেম্বারে কেক কেটে জন্মদিন উদযাপন তৃণমূল নেতার।

কোচবিহার: থানার ভিতরে ওসির জন্মদিন পালন, ভাইরাল ভিডিও। শীতলকুচিতে ওসির জন্মদিন পালনে বিতর্ক। ওসির চেম্বারে কেক কেটে জন্মদিন উদযাপন তৃণমূল নেতার। জন্মদিনের ভিডিও পোস্ট করে সরব বিজেপি। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি শীতলকুচি থানার ওসি।
শীতলকুচিতে থানার ভিতরে ওসির জন্মদিন পালনের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। ভিডিওতে দেখা যাচ্ছে, ওসির চেম্বারে কেক কেটে জন্মদিন উদযাপন করছেন তৃণমূল নেতা। ভিডিও পোস্ট করে সরব হয়েছে বিজেপি। ব্যাকগ্রাউন্ডে চলছে হ্যাপি বার্থডে গান।সামনে রাখা কেক। অভিযোগ, রবিবার কোচবিহারের শীতলকুচি থানায় এভাবেই ওসি-র জন্মদিন পালন করা হয়েছে। যেখানে তৃণমূলের অঞ্চল সভাপতিও ছিলেন। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ওসিকে কেক খাইয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সাজ্জাদুর রহমান। ওসির সঙ্গে ওই তৃণমূল নেতার ছবি পোস্ট করে কোচবিহারে বিজেপির জেলা সম্পাদক লিখেছেন, ছবি কথা বলে। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন , বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।






















