Cooch Behar: বিএসএফের গুলিতে মৃত্যু দুই বাংলাদেশি পাচারকারীর
বিএসএফের দাবি, বাংলাদেশি পাচারকারীরা ধরলা নদী সংলগ্ন খোলা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করায় তাঁরা বাধা দেয়।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের চ্যাংরাবান্ধায় বিএসএফের গুলিতে মৃত্যু হল দুই বাংলাদেশি পাচারকারীর। আজ ভোরে ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় ভারত-বাংলাদেশ সীমান্তে।
বিএসএফের দাবি, বাংলাদেশি পাচারকারীরা ধরলা নদী সংলগ্ন খোলা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করায় তাঁরা বাধা দেয়। সেইসময় বিএসএফ জওয়ানদের ওপর চড়াও হয় পাচারকারীরা। আহত হন ২ বিএসএফ জওয়ান। পাল্টা বিএসএফ গুলি চালালে ২ বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়। আত্মরক্ষার্থেই গুলি ছোঁড়া হয়েছে বলে দাবি বিএসএফের।
সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে আনার সময়ে বসিরহাট ঘোজাডাঙা সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়ে প্রায় ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুট। পাহারা দেওয়ার সময়ে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তের উত্তরপাড়ার বাসিন্দা গোপাল সরকার নামে একজনকে ধরেন সীমান্তরক্ষী বাহিনীর ১৫৩ ব্যাটালিয়নের জওয়ানরা। তার কাছ থেকে প্রায় এক কেজি সাতশো গ্রাম ওজনের ১১টি সোনার বিস্কুট উদ্ধার হয়।
যার বর্তমান বাজার মূল্য প্রায় সাতাশি লক্ষ ৬১ হাজার টাকা। বসিরহাট থানার হাতে গোপাল সরকারকে তুলে দেয় বিএসএফ। পুলিশ ধৃতকে গ্রেফতার করে। সোনার বিস্কুটগুলি রাতেই বসিরহাট শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়।
এর আগেও ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ১৮ কেজি ইলিশ সহ এক টোটোচালককে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী। বুধবার উত্তর ২৪ পরগনার সীমান্ত চৌকি হাকিমপুর, ১১২ ব্যাটালিয়ন অঞ্চল দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ নিয়ে আসার চেষ্টা করছিলেন ধৃত টোটোচালক। সন্দেহ হওয়ায় তাঁকে আটকান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। তল্লাশির সময় তাঁর কাছ থেকে পাওয়া যায় ১৮টি ইলিশ, যার ওজন ১৮ কেজি।
এর আগেও স্বরূপনগরের বিথারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রচুর পরিমানে রুপোর গয়না পাচার হওয়া থেকে আটকেছিল বিএসএফ। এক ভ্যানচালকের থেকে উদ্ধার হয় প্রায় পঞ্চাশ কেজি রুপোর গয়না। এই ঘটনায় গ্রেফতার হয়েছে একজন। জানা গিয়েছে এই বিপুল পরিমান গয়নার বাজার মূল্য প্রায় ২৩ লক্ষ ৬০ হাজার টাকা।