Coochbehar: পথ কুকুরদের জন্য অভিনব উদ্যোগ মাথাভাঙার স্বেচ্ছাসেবী সংস্থার, তৈরি হচ্ছে বাসস্থান
Coochbehar News: প্রায়ই পথ দুর্ঘটনার শিকার হয় রাস্তার কুকুরেরা। এবার পথ কুকুরদের নিয়ে কাজ করা এক সংস্থা প্রতিটি ওয়ার্ডে ২টি করে ঘর তৈরি করার কাজ শুরু করল।
শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা (কোচবিহার): মাথাভাঙ্গা শহরে (Mathabhanga Town) পথ কুকুরদের (Street Dogs) জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ। তাদের জন্য ঘর তৈরিতে এগিয়ে এল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওই শহরের ১২টি ওয়ার্ডে তৈরি করা হচ্ছে পথ কুকুরদের জন্য বসবাসের ঘর।
মাঝে মধ্যেই রাস্তায় চলা ফেরা করার সময় দুর্ঘটনার কবলে পড়ে পথ কুকুররা। এর ফলে প্রায়ই মৃত্যু হয় পথ কুকুর বা তাদের ছানাদের। আবার অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়ে রাস্তাতেই পরে থাকে অনেক কুকুর। তাদের দেখাশোনার কোনও লোক থাকে না। এই পরিস্থিতিতে পথ কুকুরদের নিয়ে কাজ করা এই সংস্থা এবার প্রতিটি ওয়ার্ডে ২টি করে ঘর তৈরি করার কাজ শুরু করল। যেখানে পথ কুকুরদের রাখার ব্যবস্থার পাশাপাশি, খাবারের ব্যাবস্থা করা হবে। এর ফলে দুর্ঘটনায় কুকুরের মৃত্যু অনেকটাই কমবে বলে মনে করছেন পশু প্রেমীরা। নিরীহ প্রাণীগুলোকে বাঁচানো যাবে বলে আশা তাঁদের। পাশাপাশি এই কনকনে শীতের হাত থেকেও রক্ষা পাবে তারা। স্বেচ্ছাসেবী এই সংস্থার উদ্যোগ প্রশংসা পেয়েছে সাধারণ মানুষদের। মাথাভাঙ্গা মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তবে রাস্তার কুকুরদের প্রতি সদয় হওয়ার নজির এই প্রথম নয়। কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় এক আজব কাণ্ড ঘটে। জানা যায়, বালা গ্রামে দিন কয়েক আগে একটি পথ কুকুরের মুখে আটকে যায় প্লাস্টিকের কৌটো। তারপর থেকেই সে ছটফট করতে থাকে। কোনও ভাবেই কুকুরটি কৌটোটি বের করতে পারেনি মুখের ভিতর থেকে। আচমকা আটকে যাওয়া কৌটোটিকে বের করতে প্রায় দম আটকে যায় কুকুরটির। সে এক মর্মান্তিক দৃশ্য, জানান স্থানীয়রা। এই ঘটনা চোখের সামনে দেখার পর হইচই পড়ে যায় স্থানীয়দের মধ্যে ।
আরও পড়ুন: Train Cancel: নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে হিজলি স্টেশনে, বাতিল দূরপাল্লার একাধিক ট্রেন
কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের বালা গ্রামের মানুষদের বড় প্রিয় ওই কুকুরটি। তার ওই হাল দেখে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয়রা। তাঁরা জানান, একটি পথ কুকুরের মুখে দিন পাঁচেক আগে একটি প্লাস্টিকের কৌটো আটকে যায়। তবে সেই বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই স্থানীয় মানুষেরা লাগাতার চেষ্টা করে এই কুকুরের মুখ থেকে কৌটো খোলার জন্য।