Cow Smuggling: কলাগাছের ভেলায় আটকে পাচার হচ্ছে গরু, অমানবিকতার দৃশ্য ভারত-বাংলাদেশ সীমান্তে
Coochbehar News: কলাগাছের ভেলা বানিয়ে তার সাহায্যে ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করছে পাচারকারীরা। সীমান্ত এলাকায় বিএসএফের কড়াকড়ির জেরে অভিনব এই পদ্ধতির ব্যবহার শুরু করেছে পাচারকারীরা।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: প্রবল বর্ষণের জেরে জলে পরিপূর্ণ হয়ে উঠেছে কোচবিহার (Coochbehar) জেলার নদীগুলি। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত (India-Bangladesh border) এলাকা অনেক জায়গাই এখন নদী দ্বারা বেষ্টিত তাই সেখানে কাঁটা তারের বেড়া নেই। এই সুযোগে কলাগাছের ভেলা তৈরি করে সীমান্ত ওপারে গরু পাচারের (cow smuggling) প্রবণতা বাড়ছে।
আরও পড়ুন: Jhargram News: দীর্ঘ লড়াইয়ের ফল, ২৭ বছর বাদে শাস্তি পেল সিপিএম নেতা খুনে দোষী সাব্যস্ত
সম্প্রতি কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে এই রকম বেশ কিছু ঘটনা সামনে এসেছে। বিএসএফের জওয়ানদের অভিযানে উদ্ধার হয়েছে কলাগাছের তৈরি ভেলায় ভাসিয়ে দেওয়া বেশ কিছু গরু। অমানবিক এই ঘটনা দেখে চমকে উঠেছেন বিএসএফের আধিকারিকরাও।
কীভাবে করা হয় এই গরু পাচার?
বিএসএফের তরফে জানানো হয়েছে, কলাগাছের ভেলার মাঝে মাঝে গরুগুলির মাথা আটকে দেওয়া হয়। আর তাদের শরীরের বাকি অংশ থাকে জলের মধ্যে। সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের চোখকে ফাঁকি দিতে কলাগাছের ভেলার উপর চাপিয়ে দেওয়া হয় গাছের পাতা। দেখে যেন মনে হবে জলের স্রোতে ভেসে যাচ্ছে কলাগাছ।
সম্প্রতি একাধিক এই ধরনের ঘটনা সামনে আসায় নড়েচড়ে বসেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিশেষ নজর দেওয়া হচ্ছে সীমান্তবর্তী নদী গুলিতে। তবে শুধু মাত্র জলপথেই নয়, স্থল পথেও প্রবল বৃষ্টিকে কাজে লাগিয়ে গরু পাচার চলছে রমরমিয়ে। যদিও সচেতন রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরাও। শুক্রবার কোচবিহারে সিতাই অঞ্চলের চামটা এলাকা থেকে বেশ কিছু গরু সহ চারজন পাচারকারীকে গ্রেফতার করেছে তাঁরা। এর আগে একাধিকবার কোচবিহারের থাকা ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ গুলিতে বেশ কয়েকজন পাচারকারীর মৃত্যু হয়েছে। পাশাপাশি পাচারকারীদের আক্রমণে আক্রান্ত হয়েছেন বিএসএফ জওয়ানরাও। তাই কোচবিহার জেলার প্রায় ৫৫০ কিলোমিটার সীমান্ত নিয়ে যথেষ্ট সতর্ক রয়েছে বিএসএফ। এমনটাই দাবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্তাদের। পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলির সাধারণ বাসিন্দাদেরও এই বিষয়ে কোনও খবর পেলে বিএসএফকে জানানোর অনুরোধ করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Saumitra Khan: 'যাঁদের থেকে আমি উপকৃত তাদের পাশে দাঁড়াই', মুকুলকে দেখতে দিয়ে জানালেন সৌমিত্র খাঁ