Saumitra Khan: 'যাঁদের থেকে আমি উপকৃত তাদের পাশে দাঁড়াই', মুকুলকে দেখতে দিয়ে জানালেন সৌমিত্র খাঁ
Mukul Roy Health Update: বুধবার বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান মুকুল রায়। তাঁকে কলকাতায় হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়েছে।
ঝিলম করঞ্জাই, কলকাতা: বুধবার অসুস্থ অবস্থায় মুকুল রায়কে (Mukul Roy) ভর্তি করা হয়েছিল অ্য়াপোলো হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে মস্তিস্কে অস্ত্রোপচার হয় তাঁর। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে আসেন বিজেপি বিধায়ক সৌমিত্র খাঁ।
তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন সৌমিত্র (Saumitra Khan)। এখন দ্বিতীয়বারের জন্য বিজেপির সাংসদ। আগে মুকুলের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন সৌমিত্র খাঁ। এদিন তিনি নিজেও সেই কথা জানান। সৌমিত্র বলেন, 'মুকুল রায়ের হাত ধরেই রাজনীতিতে আসা। তাকে দেখতে এসেছি। আমি বিজেপিতে আছি। তিনিও এখনও বিজেপির বিধায়ক। তবে যে দলেরই হোক যাদের দ্বারা আমি উপকৃত আমি তাদের পাশে দাঁড়াই।'
একসময় বাংলার রাজনীতির অন্য়তম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন মুকুল রায়। তৃণমূলে তাঁকে 'নাম্বার টু' বলা হতো। পরে নানা ওঠানামার পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। বিধানসভা নির্বাচনে জিতেওছিলেন বিজেপির টিকিটে। তার পরে আবার তাঁকে তৃণমূলের দফতরে দেখা গিয়েছিল। একসময় আবার তাঁকে দিল্লি চলে যেতে দেখা গিয়েছিল। বহুদিন ধরেই তিনি অসুস্থ। আর রাজনীতির বৃত্ত থেকে অনেক অনেক দূরে। বুধবার রাতে কাঁচড়াপাড়ার বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর ছেলে শুভ্রাংশু রায় তাঁকে নিয়ে যায় কলকাতায় অ্যাপোলো হাসপাতালে।
বুধবার মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুকুল রায়। বৃহস্পতিবার দুপুরে মস্তিস্কে অস্ত্রোপচার হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার সফল হয়েছে। তবে তাঁর অন্য় অসুখ রয়েছে, ফলে বাড়তি সতর্কতা নিতে হচ্ছে। চিকিৎসকদের আশা, অস্ত্রোপচারের ৪৮ ঘণ্টার মধ্য়ে তাঁকে ভেন্টিলেশন থেকে বার করা সম্ভব হবে।
পরিবার সূত্রে খবর, বুধবার পড়ে গিয়ে চোট পান মুকুল রায়। রাত ১১.৩০ নাগাদ অ্য়াপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা জানান, আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায়, মাথার একটি অংশে রক্ত জমাট বেঁধেছে। চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয়, সাব ডিউরল হেমাটোমা। এই পরিস্থিতি তখনই তৈরি হয় যখন করোটির নীচে থাকা আস্তরণের তলায় রক্ত জমাট বাঁধে এবং মস্তিস্কের রক্তবাহী নালি ফেটে যায়। অ্য়াপোলো হাসপাতালের, নিউরো সার্জারি বিভাগের প্রধান, এস এন সিং এর তত্ত্বাবধানে বৃহস্পতিবার এই অস্ত্রোপচার হয়। এরপর নিউরোর ICU-তে রাখা হয় তাঁকে। রাখা হয় ভেন্টিলেশনে।
এই ঘটনার আগে একবার তাঁকে দেখতে তাঁর বাড়িতে গিয়েছিলেন অর্জুন সিংহ। মুকুল রায়কে দেখতে তাঁর বাড়িতে গিয়েছিলেন অধীর চৌধুরীও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও