Coochbehar: বন্ধুদের সঙ্গে নেমেছিলেন নদীতে স্নান করতে, ২০ ঘণ্টা পর উদ্ধার ছাত্রের মৃত দেহ
গতকাল নববর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ছুটি থাকায়, ৭ জন বন্ধুর সঙ্গে কালাপানি এলাকায় তোর্সায় স্নান করতে নামেন সম্রাট। এরপরই তিনি তলিয়ে যান।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সম্রাট ঘোষের খোঁজে কোচবিহারের তোর্সা নদীতে সকাল থেকে ফের শুরু হয়েছে তল্লাশি। ১৯ বছরের সম্রাটের বাড়ি ডাউয়াগুড়িতে। পুণ্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকতেন প্রথম বর্ষের পড়ুয়া। গতকাল নববর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ছুটি থাকায়, ৭ জন বন্ধুর সঙ্গে কালাপানি এলাকায় তোর্সায় স্নান করতে নামেন সম্রাট। এরপরই তিনি তলিয়ে যান। রাতেই ডুবুরি নামিয়ে একদফা তল্লাশি চালানো হয়।
বর্ষবরণের দিন মর্মান্তিক দুর্ঘটনা! বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তোর্সা নদীতে ডুবে মৃত্যু হল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের। ২০ ঘণ্টা পর উদ্ধার হল দেহ। বিশ্ববিদ্যালর কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগে সরব নিখোঁজ ছাত্রের পরিবার। যদিও এনিয়ে মন্তব্য করতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
৭ বন্ধুর সঙ্গে নেমেছিলেন নদীতে স্নান করতে। বাকিরা কোনও ফিরলেও, আর ফেরা হল না তাঁর। বাংলা বছরের শুরুর দিনেই, কোচবিহারের তোর্সা নদীতে ডুবে মৃত্যু হল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের। ২০ ঘণ্টা পর উদ্ধার হল দেহ!
শোকের পাথর পরিবার-পরিজন-বন্ধুরা। শোকের ছায়া বিশ্ববিদ্যালয়ে। মৃত ছাত্রের নাম সম্রাট ঘোষ। ১৯ বছরের সম্রাটের বাড়ি ডাউয়াগুড়িতে। পুণ্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকতেন প্রথম বর্ষের ওই পড়ুয়া।
শনিবার দুপুর ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে কোচবিহারের কালাপানি এলাকায় তোর্সা নদীতে। স্থানীয় সূত্রে খবর, নববর্ষে শনিবার বিশ্ববিদ্যালয় ছুটি থাকায়, ৭ বন্ধুর সঙ্গে তোর্সায় স্নান করতে নামেন সম্রাট। এর পরই ৪ তলিয়ে যান। স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে ৩ জনকে উদ্ধার করতে পারলেও তলিয়ে যান সম্রাট।
ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের আত্মীয়েরা। অভিযোগ অস্বীকার করার পাশাপাশি, ঘটনায় ছাত্রছাত্রীদের ঘাড়েও দায় চাপিয়েছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যোৎকুমার পাল। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় নজরদারি নেই, এই অভিযোগ ঠিক নয় তবে সাবালক ছাত্রদের আটকে রাখা যায় না। এক্ষেত্রে যেমন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আছে তেমনি ছাত্র-ছাত্রীদেরও দায়িত্ব রয়েছে। শনিবারই ডুবুরি নামিয়ে একদফা তল্লাশি চালানো হয়।
এদিন সকাল থেকেও নিখোঁজ ছাত্রের খোঁজে শুরু হয় তল্লাশি। ফের নামানো হয় ডুবুরি তল্লাশি চালানো হয় স্পিডবোট নিয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়, তৃণমূলের রাজ্য মুখপাত্র ও উত্তরবঙ্গ রাষ্ট্রী পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। শেষমেষ ২০ ঘণ্টা পর সকাল ১১টা নাগাদ উদ্ধার হয় সম্রাটের নিথর দেহ। তরতাজা বন্ধুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হতবাক সহপাঠীরা।