BJP Strike : বিজেপি সমর্থকদের উদ্দেশে বাঁশ নিয়ে তাড়া তৃণমূলের ! বনধ ঘিরে বিভিন্ন জায়গায় অশান্তি কোচবিহারে
Kaliagang Update : কালিয়াগঞ্জে পুলিশের বিরুদ্ধে গুলি করে যুবককে খুনের অভিযোগ ঘিরে উত্তরবঙ্গের ৮ জেলায় বিজেপির বনধ চলছে।
![BJP Strike : বিজেপি সমর্থকদের উদ্দেশে বাঁশ নিয়ে তাড়া তৃণমূলের ! বনধ ঘিরে বিভিন্ন জায়গায় অশান্তি কোচবিহারে Coochbehar : Unrest situation at several places of Coochbehar over BJPs North Bengal Strike BJP Strike : বিজেপি সমর্থকদের উদ্দেশে বাঁশ নিয়ে তাড়া তৃণমূলের ! বনধ ঘিরে বিভিন্ন জায়গায় অশান্তি কোচবিহারে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/28/2b66830d162603139b4030b5bf17de5a1682661860631170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কোচবিহার : বিজেপির (BJP) ডাকা ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ (North Bengal Strike) ঘিরে উত্তেজনা একাধিক জায়গায়। বিশেষ করে কোচবিহারের (Coochbehar) বিভিন্ন জায়গায় সকাল থেকে একের পর এক অশান্তির ছবি সামনে এসেছে। কালিয়াগঞ্জে পুলিশের বিরুদ্ধে গুলি করে যুবককে খুনের অভিযোগ ঘিরে উত্তরবঙ্গের ৮ জেলায় বিজেপির বনধ চলছে।
কোচবিহারের কোথায় কোথায় উত্তেজনা-
আজ সকাল থেকে পথে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা। কোচবিহার শহরে সরকারি বাসের কাচ ভেঙে দেন বিজেপি কর্মীরা। আহত হন বাসচালক। কোচবিহারের কাছারিমোড়ে আরও একটি সরকারি বাস ভাঙচুর করেন বিজেপি কর্মীরা।
কোচবিহারের চাকিরবাজারেও উত্তেজনা ছড়ায়। সেখানে বিজেপি সমর্থকদের উদ্দেশে বাঁশ নিয়ে তেড়ে যান তৃণমূল কর্মীরা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বিজেপি।
বনধ ঘিরে ভেটাগুড়িতে মারাত্মক উত্তেজনা ছড়ায়। একদিকে, বিজেপি কর্মীদের মুখে জয় শ্রী রাম ধ্বনি। অন্য়দিকে, তৃণমূলের জয় বাংলা স্লোগান। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
তুফানগঞ্জ বলরামপুর চৌপতি এলাকায় বিজেপি ও তৃণমূলের মিছিল ঘিরেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
ঘুঘুমারিতে বিজেপি-তৃণমূল দুপক্ষের মধ্য়ে উত্তেজনা। এদিন বনধের সমর্থনে যেমন পথে নামে বিজেপি, তেমনই বনধের বিরোধিতায় পথে নামে তৃণমূলও। ঘুঘুমারিতে দুপক্ষ মুখোমুখি চলে এলে, উত্তেজনা তৈরি হয়। হাতাহাতি বাধে।
আরও পড়ুন ; আজ উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বনধের ডাক BJP-র, সকাল থেকেই ধুন্ধুমার জেলায় জেলায়
প্রসঙ্গত, নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে পুলিশের বিরুদ্ধে যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। যে ঘটনা শোরগোল ফেলে দিয়েছে গোটা বঙ্গে। নিহত মৃত্য়ুঞ্জয় বর্মন, বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের খুড়তুতো ভাই। যদিও নিহত যুবককে নিজেদের কর্মী বলেই দাবি করছে বিজেপি। পুলিশ গুলি চালিয়ে ঠিক করেনি, বলে মন্তব্য করে বিতর্ক আরও উস্কে দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। এদিকে এরই মধ্যে কালিয়াগঞ্জে নিহত যুবকের মা বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরই, রাতে বাড়িতে এসেছিল পুলিশ। গুলি করে খুন করেছে ছেলেকে। একই অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
শিলিগুড়িতে নির্মাণ সংস্থায় কাজ করতেন। দিন দশেক আগে আত্মীয়ের বিয়ে উপলক্ষ্যে ফিরেছিলেন বাড়িতে। সেই মৃত্যুঞ্জয় বর্মনের পুলিশের গুলিতে মৃত্যুর অভিযোগে, এবার CBI তদন্তের দাবি তুলেছে পরিবার। অন্যদিকে কালিয়াগঞ্জের নাবালিকার মৃত্যুর ঘটনায় আইজি উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুরের জেলাশাসক ও রায়গঞ্জের পুলিশ সুপারকে হাজিরার নোটিস দিয়েছে জাতীয় তফশিলি জাতি কমিশন।
আরও পড়ুন ; শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)