Vaccination: স্কুলে স্কুলে টিকাকরণ, ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনে নয়া ব্যবস্থা পুরসভার
Vaccination in School: কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন আমাদের এসেছে। আমাদের প্রায় দেড় লক্ষ ভ্যাকসিন হাতে আছে।"
ঋত্বিক মণ্ডল এবং ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: সোমবার থেকে শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশন (Vaccination)। শনিবার থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন (Registration)। নতুন বছরের প্রথম দিন থেকে শুরু রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন হচ্ছে।
CBSE’র দশম শ্রেণির ছাত্রী ১৬ বছরের ঋনিতা বন্দ্যোপাধ্যায় এদিন, রেজিস্ট্রেশন করে টিকাকরণের জন্য। ঋনিতা বলেন, "সামনেই বোর্ডের পরীক্ষা, তখন তো বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে। তাই খুব চিন্তায় ছিলাম।" ১৭ বছরের সোহম দেও আজ কো-উইনে রেজিস্ট্রেশন করে। করোনায় দাদুকে হারিয়েছে দ্বাদশ শ্রেণির এই ছাত্র। কোভিড চিন্তা নিয়েই ভ্যাকসিনেশনের জন্য রেজিস্ট্রেশন করেন তিনি।
সোমবার, কলকাতা পুরসভার ১৬টি স্কুল ও ৩৭টি কোভ্যাকসিন (Covaxin) সেন্টার থেকে দেওয়া হবে ভ্যাকসিন। মঙ্গলবার, ৫০টি স্কুল থেকে ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন আমাদের এসেছে। আমাদের প্রায় দেড় লক্ষ ভ্যাকসিন হাতে আছে। ১৫ ঊর্ধ্বরা কোভ্যাকসিন নেবে। সোমবার থেকে স্কুলে স্কুলে চালু করব। সব স্কুলে পরিকাঠামো পাওয়া যাচ্ছে না। যে স্কুলে পরিকাঠামো আছে, সেখানে রাখছি। অন্য স্কুল থেকে এনে দেওয়া হবে। একটা স্কুলে ৫০০ জনকে দেওয়া যাবে।"
আরও পড়ুন, Co-WIN অ্যাপে শুরু ১৫ থেকে ১৮-র ভ্যাকসিন রেজিস্ট্রেশন
সোমবার যে স্কুলগুলিতে ভ্যাকসিন দেওয়া হবে, সেখানে চলছে প্রস্তুতি। বাগবাজার মাল্টি পারপাস স্কুল। হাতিবাগান টাউন স্কুলে দেওয়া হবে ভ্যাকসিন। করোনা বাড়ছে গোটা দেশে। এই অবস্থায়, ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশন খুব জরুরি বলে মত চিকিৎসকদরেও। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, "এটা খুবই দরকার।" চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "একটু আগে শুরু হলে ভাল হতো...থার্ড ওয়েভ শুরু হতে চলল। একটা ডোজ দেওয়ার পর এফেক্টিভ হতে প্রায় দু’সপ্তাহ সময় লাগে।"
কলকাতা পুরসভা সূত্রে খবর, পুর এলাকায় ১৫ থেকে ১৮ বয়সীদের সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার। ২ সপ্তাহের মধ্যে তাঁদের ভ্যাকসিন দেওয়ার লক্ষমাত্রা স্থির করা হয়েছে।