Bolpur News: তৃণমূলে যোগ দেওয়ার জের, বহিষ্কার সিপিআইএমে সদস্য
TMC Jnoing: এসএফআইয়ের জেলা কমিটির সদস্য ও সিপিএম সদস্য সাগ্নক লালাকে তৃণূমূলে যোগ দেওয়ার জন্য দল থেকে বহিষ্কার করল সিপিএম।
ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: তৃণমূলে (TMC) যোগ দিতেই বিশ্বভারতীর ছাত্র আন্দোলনের অন্যতম মুখ তথা এসএফআই-এর জেলা কমিটির সদস্য (SFI) এবং সিপিআইএম (CPIM) সদস্য সাগ্নিক লালাকে বহিস্কার করল সিপিআইএম নেতৃত্ব।
সিপিআই-র জেলা কমিটির সদস্য়,তৃণমূলে যোগ দিতেই বিশ্বভারতীর ছাত্র আন্দোলনের অন্যতম মুখ তথা এসএফআই-এর জেলা কমিটির সদস্য এবং সিপিআইএম সদস্য সাগ্নিক লালাকে বহিষ্কার করল সিপিআইএম।
মঙ্গলবার বোলপুরে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান শেষে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক বিকাশ চৌধুরি ও বীরভূম সাংগঠিন জেলার জেলা সাধারণ সম্পাদক সুদীপ ঘোষের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিল সিপিএমের সদস্য।তারপরই তাঁকে সিপিএমের হোয়াটস গ্রুপ থেকে বহিষ্কার করা কথা জানাননো হয়েছে সিপিআইমের তরফ থেকে।
সিপিএমর ওই হোয়াটস গ্রুপে থেত জানান, গুরুতর পার্টি বিরোধী কার্যকলাপ ও বিরোধী রাজনৈতিক দলের সঙে যোগাযোগের কারণ সাগ্নিক লালাকে পার্টি গঠনতন্ত্রের ২৯ নম্বর ধারার ১৩ নম্বর উপধারা অনুযায়ী পার্টি থেকে সরাসরি বহিষ্কার করা হল।
এসআইআয়ের জেলা কমিটির সদস্য ও সিপিএমের সদস্য সাগ্নক লালাকে বহিষ্কার খবর তাঁর অনুগামীরা। কীভাবে ফের তাঁকে দল ফেরানো যায় তার চেষ্টা চালানো হচ্ছে। যদিও নিজেদের সিদ্ধান্তের বিষয়ে অনড় রয়েছে সিপিএমের স্থানীয় নেতৃত্ব। তাঁর গ্রুপে জানান, গুরুতর পার্টি বিরোধী কার্যকলাপ ও বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের কারণ সাগ্নিক লালাকে পার্টি গঠনতন্ত্রের ১৯ নম্বর ধারার ১৩ নম্বর উপধারা অনুযায়ী পার্টি থেকে সরাসরি বহিষ্কার করা হল।়
প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা ভোটের নির্বাচনে বিজেপির গতবারের থেকে কম আসন পেয়েছে। এরপরই রাজ্যের বিভিন্ন জায়গায় দলের দলে সিপিএম তথা বিরোধী দলের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। ের মধ্যে অনেক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞদের সামিল হওয়ার জন্য তাঁদের এই বদলবদল জানানো হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।