Raidhigi News: আবাস যোজনার সমীক্ষার কাজ শুরুর পর থেকে বিক্ষোভ বিভিন্ন জায়গায়, কটাক্ষ শমীক ভট্টাচার্যের
PMAY-A: : আবাস যোজনার সমীক্ষার কাজ শুরুর পর থেকে বিক্ষোভ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। আজ প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন সরকারি আধিকারিকরা।
সুজিত মণ্ডল, রায়দিঘি: প্রধানমন্ত্রী আবাস যোজানার সার্ভে (Pradhan Mantri Awas Yojana) করতে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সরকারি আধিকারিকরা।
আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে ক্ষোভ দেখা দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ। অশান্তি অন্ডাল, গোঘাট, পাথরপ্রতিমা, পুরুলিয়ায়।
তৃণমূলের সবথেকে ব্যথা ওটাই। আবাস যোজনার কারণেই দিদির রক্ষাকবচ নিয়ে দিদির কোনও নির্বাচিত জনপ্রতিনিধি এমনকি দলীয় প্রতিনিধিরাও তারা গ্রামে ঢুকতে পারেনি। দিদির উত্তরাধিকারী যেভাবে যাত্রা শুরু করেছিলেন, প্রায় ডান্ডি অভিযানের মত সাড়ে তিন হাজার পুলিশ নিয়ে, তিনিও গ্রামের বাইরের রাস্তা দিয়ে গিয়েছিলেন এবং অতীতের যুদ্ধে তাবু খাটিয়ে বসে ছিলেন।
প্রায় ৩ মাস পার, অধরা বিচার, ফের আন্দোলনে ডাক্তাররা। অমিত শাহ ফিরতেই কাল ফের CGO অভিযানের ডাক। ৮০টা সংগঠনকে নিয়ে তৈরি হল ‘অভয়া মঞ্চ’।
মানুষের আবেগ আছে, উচ্ছ্বাস আছে। প্রতিবাদ তীব্রতর হয়েছে। মানুষ চাইছিল অবিলম্বে কিছু হোক। এটা আমরাও চাই তাড়াতাড়ি হোক। কিন্তু তার সঙ্গে এটাও দেখতে হবে, এটা কোনও বিচ্ছিন্ন ধর্ষণ বা খুনের ঘটনা নয়। একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। যেহেতু তিলোত্তমা একটি মেয়ে। উপর্যপরি পাওনা হিসেবে সে একটি ধর্ষণ উপহার পেয়েছে।
‘আমাকে নাড়িয়ে দিয়েছে’, কলকাতায় এসে আরজি কর নিয়ে সরব বিদ্যা বালান।
তিনি সংবেদনশীল বন্ধু। আমাদের কলকাতাবাসির এই প্রতিবাদকে স্পর্শ করেছেন। এটা অত্যন্ত আনন্দের। নিঃসন্দেহে তাঁর এই অনুভূতি তাঁর এই আবেগের মর্যাদা বঙ্গবাসী দেবে।
প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় আবাস যোজনার নাম বদলে বাংলার নেওয়ার বিষয়ে নিয়ে দীর্ঘদিন টানা পোড়েন চলছিল। কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে এই বিষয়ে তোপ দেখেছেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাোপাধ্যায়। কেন্দ্র রাজ্যের বকেয়া টাকা রাখার ফলে প্রচুর মানুষ ঘর পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। যদিও এই অভিযোগ অস্বীকরা করে বিজেপির তরফে দাবি করা হয়েছে। রাজ্য সরকারের পাঠানো তালিয়ে প্রচুর ভুলত্রুটি রয়েছে। এই কারণে পুরো বিষয়টি খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকার টাকা দেবে বলেই জানিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই মধ্যে সার্ভে করে পশ্চিমবঙ্গে একাধিক আবেদন বাতিল করেছেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।