Sujan Chakraborty: দিদিকে খুশি করতেই বাবাকে দুর্নীতিগ্রস্ত সাজাচ্ছেন, উদয়নকে কটাক্ষ সুজনের
Job Recruitment Scam: তিনি বলেন, বাবা কীভাবে দুর্নীতি করেছেন, মন্ত্রী উদয়ন তদন্ত করান। তৃণমূল নেত্রীকে খুশি করতেই বাবাকে দুর্নীতিগ্রস্ত সাজাচ্ছেন'।
কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য, সেই সময়ই একের পর এক আক্রমণ-প্রতিআক্রমণে জেরবার রাজ্য রাজনীতি। এই দুর্নীতিতে তৃণমূলের যেমন নাম জড়িয়েছে তেমনই সম্প্রতি সুজন চক্রবর্তীর স্ত্রীর নামও জড়ানো হয়েছে একটি নিয়োগ সংক্রান্ত পত্র প্রকাশ করে। এরই মধ্যে নিজের বাবা কমল গুহকে নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যদিও তাঁকে পাল্টা কটাক্ষ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তীও।
এদিন তিনি বলেন, বাবা কীভাবে দুর্নীতি করেছেন, মন্ত্রী উদয়ন তদন্ত করান। তৃণমূল নেত্রীকে খুশি করতেই বাবাকে দুর্নীতিগ্রস্ত সাজাচ্ছেন, উদয়ন গুহকে তীব্র কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।
প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে চলছে জোর চর্চা। একের পর এক নাম উঠে আসছে, যা নিয়ে শোরগোলও কিছু কম হচ্ছে না। সেই প্রসঙ্গে এবার একের পর বিতর্কিত মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। শনিবারই 'কোটায় চাকরি দেওয়া' নিয়ে প্রয়াত বাবা কমল গুহর প্রসঙ্গ টেনেছিলেন তিনি। এবার সেই মন্তব্যর প্রেক্ষিতে আনলেন নিজের দলের প্রসঙ্গও।
আরও পড়ুন, 'সুযোগ পেলে পার্টির ছেলেদের এখনও আমরা চাকরি দিই', উদয়নের মন্তব্যে ফের বিতর্ক!
রবিবারও প্রয়াত বাবা কমল গুহকে নিয়ে কার্যত নিজের মন্তব্যে অনড় মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, 'বাম আমলে কোটা সিস্টেমে চাকরি হত, ফরওয়ার্ড ব্লক ভাগ পেয়েছে। কোচবিহারের জেলা সম্পাদক হিসেবে বাবাকেও সেই লিস্ট এনডোর্স করতে হয়েছে। বাবার মৃত্যুর পর জেলা সম্পাদক থাকাকালীন আমিও সেই লিস্ট এনডোর্স করেছি। যোগ্যরা বঞ্চিত হচ্ছে জেনেই দলের স্বার্থে দলীয় কর্মীদের চাকরি দিতে হয়েছে। সুযোগ পেলে পার্টির ছেলেদের এখনও আমরা চাকরি দিই। আমিও মন্ত্রী হিসেবে ৩ জনকে অ্যাটেন্ডেন্ট হিসেবে নিয়োগ করেছি'।
যদিও উদয়নের মন্তব্য নিয়েই বিতর্ক জারি রয়েছে। তবে কমল গুহ বিতর্কে বাবার হয়ে ব্যাট ধরলেন উদয়নের ছেলে সায়ন্তন। তিনি বলেন, 'অনেক গরিব মানুষকে দাদু সাহায্য় করেছেন। প্রয়োজন মনে করলে চাকরি দিয়েও তাঁদের সাহায্য করেছেন।' এরপরই রীতিমতো চ্যালেঞ্জের সুরে বামেদের নিশানা করেছেন উদয়ন-পুত্র। তিনি বলেন, 'বাম নেতারা বুকে হাত রেখে বলুক, কোটা সিস্টেমে চাকরি হত না। বাম আমলে হোলটাইমারদের অগ্রাধিকার দেওয়া হত না, পারলে বলুক'।