Anubrata Mondal: 'বিস্মিত নই', অনুব্রত মণ্ডল মামলায় বিচারককে হুমকি চিঠির অভিযোগে প্রতিক্রিয়া বিকাশ ভট্টাচার্যের
Bikash Ranjan Bhattacharya Reacts: 'আমি বিস্মিত নই',অনুব্রত মণ্ডল মামলায় বিচারককে ফাঁসানোর হুমকি চিঠি ঘিরে যে তোলপাড় চলছে তারই প্রেক্ষিতে প্রতিক্রিয়া বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের।

সৌভিক মজুমদার,কলকাতা: 'আমি বিস্মিত নই',অনুব্রত মণ্ডল (anubrata mondal) মামলায় বিচারককে (judge) ফাঁসানোর হুমকি চিঠি (threat letter) ঘিরে যে তোলপাড় চলছে তারই প্রেক্ষিতে প্রতিক্রিয়া (reaction) বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম সাংসদ (CPM MP) বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya)। সঙ্গে সংযোজন, কম-বেশি একই ধরনের ঘটনা আগেও বহু ঘটেছে।
কী বললেন সিপিএম সাংসদ?
বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতে, 'ইতিপূর্বে আমরা দেখেছি, যখন মদন মিত্রকে আলিপুর কোর্টে হাজির করা হয়েছিল তখন তৃণমূলপন্থী আইনজীবী ও বাইরের গুন্ডারা কী ভাবে বিচারককে ভয় দেখিয়েছিলেন। মমতা বন্দ্য়োপাধ্যায়ের নির্বাচনী মামলা যখন একজন বিচারপতির এজলাসে এসেছিল, তৃণমূলপন্থী আইনজীবীরা সেই বিচারপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন। বামপন্থী কর্মীরা যখন জামিনের জন্য নিম্ন আদালতে গিয়েছেন আর তাঁদের সওয়াল করতে বাধা দেওয়া হয়েছে-- এই রকম ঘটনা অহরহ ঘটছে।' বর্ষীয়ান আইনজীবীর দাবি, বহু বিচারক তাঁকে জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে তাঁরা স্বাধীন ভাবে রায়দানে ভয় পান। কারণ প্রতিনিয়ত তাঁদের হুমকি দেওয়া হয়। বিকাশরঞ্জনের কথায়, '২০১১-র পর থেকে বিচারব্যবস্থার উপর এমন আক্রমণ হয়নি।'
বিতর্ক যা নিয়ে...
অনুব্রত মণ্ডল মামলায় বিচারককে হুমকি চিঠি। আসানসোলের বিশেষে সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর উদ্দেশে হুমকি চিঠিতে লেখা হয়েছে, ‘অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানো হবে বিচারকের পরিবারকে’। গত ২০ অগাস্ট বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়া হয়েছে। যার পরই গোটা বিষয়টি জানানো হয়েছে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে।
হুমকি চিঠি পাওয়ার দু'দিনের মধ্যে বিচারক রাজেশ চক্রবর্তী ডিস্ট্রিক্ট্র চিফ জাজকে গোটা বিষয়টি সম্পর্কে অবগত করেন। আপাতত কোন পরিস্থিতিতে মুখে তাঁকে পড়তে হচ্ছে আর সেই নিয়ে কী পদক্ষেপ নেওয়া যাতে পারে, সেই পথ জানতে চেয়ে তিনি চিঠি লেখেন। যারপরই ডিস্ট্রিক্ট্র চিফ জাজ মারফত আসানসোলের সিবিআই বিশেষ আদালতের বিচারকের চিঠির একটি প্রতিলিপি এসে পৌঁছয় কলকাতা হাইকোর্টেও।
প্রসঙ্গত, এই মুহূর্তে সিবিআইয়ের হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। চালকল থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একাধিক জায়গায় চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিত্য খানা-তল্লাশি। যার মাঝেই বীরভূমের তৃণমূল সভাপতির জামিন চেয়ে বিচারককে দেওয়া হল হুমকি চিঠি। সবমিলিয়ে এই হুমকি চিঠির প্রেক্ষিতে বিষয়টা যথেষ্ট উদ্বেগজনক হলেও এরকম চিঠিকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ বিচারক। তাঁর মতে, নিয়মমাফিক গোটা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।
কিন্তু ন্যায়বিচার পাওয়ার জন্য যে বিচারব্যবস্থার উপর ভরসা করেন সাধারণ মানুষ, এই ধরনের হুমকি চিঠি কি এক্তিয়ারে বড় হস্তক্ষেপ নয়? প্রশ্ন উঠছেই।
আরও পড়ুন:২ মাসেরও কম সময়ের মধ্যে ৩ বার!কীভাবে বারবার ফাঁড়ার মুখে শুভেন্দু?






















