Manmohan Singh: মনমোহন সিংহের প্রয়াণে বন্ধ পৌষমেলার সাংস্কৃতিক উৎসব, বিশ্বভারতীতে আয়োজন বিশেষ প্রার্থনার
Visva Bharati: প্রত্যেক বছরই পৌষমেলার অন্যতম আকর্ষণ এই সাংস্কৃতিক অনুষ্ঠান। বাউলগান থেকে শুরু করে ছৌ-নাচ, বিভিন্ন প্রদেশের নাচ ও গান প্রদর্শিত হয় পৌষমেলায়।
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমে চলছিল পৌষমেলা। কিন্তু তার মধ্যেই ছন্দপতন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বিশ্বভারতীর নিয়ম অনুযায়ী, যিনি কেন্দ্রে প্রধানমন্ত্রীর পদে থাকেন, তিনিই বিশ্ববিদ্যালয়ের আচার্য্য হন। সেই নিয়ম মেনেই বিশ্বভারতীর দু-বারের আচার্য ছিলেন মনমোহন সিংহ। তবে গতকাল মুখ্যমন্ত্রীর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে আসে গোটা বিশ্বভারতীতে। আর সেই কারণেই আরও একটি পদক্ষেপ নেওয়া হল বিশ্বভারতীর তরফ থেকে। বন্ধ রাখা হয় বিশ্বভারতীর পৌষমেলার সমস্ত সাংস্কৃতিক উৎসব।
প্রত্যেক বছরই পৌষমেলার অন্যতম আকর্ষণ এই সাংস্কৃতিক অনুষ্ঠান। বাউলগান থেকে শুরু করে ছৌ-নাচ, বিভিন্ন প্রদেশের নাচ ও গান প্রদর্শিত হয় পৌষমেলায়। মেলার মধ্যেই মঞ্চ বেঁধে প্রত্যেক বছর নাচ গান ও কবিতাপাঠের অনুষ্ঠান হয় এই মেলায়। বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন শিল্পীরা আসেন। তবে এই বছর ছবিটা একেবারেই আলাদা শেষের দিকে। মহা উদ্যোগে পৌষমেলা শুরু হলেও, তা কার্যত ঝিমিয়ে পড়েছে মাঝপথেই। বন্ধ হয়ে গিয়েছে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। খুলে ফেলা হয়েছে মঞ্চ। তবে মেলা বন্ধ হবে না বলেই সূত্রের খবর। অন্যদিকে আগামী সোমবার উপাসনাগৃহে মনমোহন সিংহের স্মরণে সন্ধ্যা ৬টা নাগাদ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
অন্যদিকে দিল্লিতে আজ ৩ মতিলাল নেহরু মার্গে মনমোহন সিংহের বাসভবনে তাঁকে শ্রদ্ধা জানান প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ, রাজনাথ সিংহ, অরবিন্দ কেজরীবাল, সনিয়া গাঁধী, রাহুল গাঁধী থেকে শুরু করে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। আজ বন্ধ রাখা হয়েছে সমস্ত সরকারি কর্মসূচি। সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেসের তরফে ইতিমধ্যে সাত দিনের জন্য সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। মনমোহন সিংয়ের মৃতদেহ আগামীকাল সকালে কংগ্রেস সদর দফতরে আনা হবে। ১০টার পরে রাজঘাটের কাছে শেষকৃত্য হতে পারে। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে রাষ্ট্রপতি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মনমোহন সিংহর মৃত্যুতে কর্নাটকে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে। আজ সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে কর্নাটকে। আগামীকাল প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন: Year Ender Tollywood: ২০২৪ সালে ভুললেন অতীত, টলিউডে চলতি বছরে নতুন জীবন শুরু করলেন যাঁরা...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।