Year Ender Tollywood: ২০২৪ সালে ভুললেন অতীত, টলিউডে চলতি বছরে নতুন জীবন শুরু করলেন যাঁরা...
Look Back 2024: এই বছর চর্চায় রইল কোন প্রেম বা বিয়ে? এক ঝলকে দেখে নেওয়া যাক..
কলকাতা: পায়ে পায়ে প্রায় শেষ ২০২৪ সালটা। এই বছরটা বিভিন্ন মানুষের কেটেছে বিভিন্ন স্বাদে। কারও জীবনে এসেছে নতুন প্রেম তো কারও জীবনে এসেছে বিচ্ছেদ। এই বছর চর্চায় রইল কোন প্রেম বা বিয়ে? এক ঝলকে দেখে নেওয়া যাক..
কাঞ্চন-শ্রীময়ীর প্রেম-বিয়ে
তাঁদের মধ্যে প্রেমের গুঞ্জন ছিল বহুদিনেরই, তবে এই বছর পরিণতি পেয়েছে তাঁদের প্রেম। চলতি বছরেই বিচ্ছেদের মামলায় নিস্পত্তি হয় কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick)। আর ১৪ ফেব্রুয়ারী দীর্ঘদিনের বান্ধবী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chottoraj) আইনি বিবাহ সারেন কাঞ্চন। এর কয়েকমাস পরেই একেবারে সামাজিক বিবাহ সারেন তাঁরা। তাঁদের প্রেম এই বছরই স্বীকৃতি পায় বিবাহবন্ধনে। চলতি বছরেই তাঁরা শুরু করেন নতুন জীবন। আর এই বছরেই তাঁদের কোলে আসে একরত্তি সন্তান, কৃষভি। বিবাহের কয়েক মাসের মধ্যেই শ্রীময়ী জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। তবে সেই খবর প্রকাশ করেননি কাঞ্চন বা শ্রীময়ী কেউই। সন্তান জন্মের পরে প্রথম প্রকাশ্যে আসে, শ্রীময়ী মা হয়েছেন। বাবা হয়েছেন কাঞ্চন। এখন একরত্তি কন্যাকে নিয়ে ভরা সংসার তাঁদের।
শোভন-সোহিনীর সাত পাক
এই প্রথম নয়, এর আগেও প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে শোভন গঙ্গোপাধ্যায়ের, তবে সেই প্রেম পরিণতি পায়নি। অবশেষে এই বছরেই সাত পাকে বাঁধা পড়েছেন শোভন গঙ্গোপাধ্যায়। পাত্রী, টলিউডের প্রথম সারির অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। তাঁদের প্রেমের কথা বিয়ের আগে তাঁরা মুখে স্বীকার করেননি বটে, তবে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে শেয়ার করে নিয়েছিলেন একাধিক ছবি। একসঙ্গে পাহাড়েও ঘুরতে গিয়েছিলেন তাঁরা। তবে কখনও একসঙ্গে প্রেমের কথা স্বীকার করেননি তাঁরা। তবে সোহিনীর জন্মদিনে শোভনকে তাঁর সফরসঙ্গী হতে দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, এই প্রেম পরিণতি পাবেই। আর এই বছরই জীবনে নতুন ইনিংস শুরু করলেন শোভন-সোহিনী। শহরতলির এর বাগানবাড়িতে ঘরোয়া অনুষ্ঠানে একে অপরের গলায় মাল্যদান করেন তাঁরা।
ঋতাভরীর মায়ানগরীর প্রেমিক
ঋতাভরী চক্রবর্তী যে চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন, এই বছরের শুরু পর্যন্ত সবাই তাই জানতেন। তবে বছরের মাঝামাঝিই সেই প্রেমের তাল কাটে। আর একসঙ্গে দেখা যেত না তথাগত ও ঋতাভরীকে। সেই থেকে ফিসফাস, গুঞ্জন.. নায়িকার নাকি প্রেম ভেঙেছে। শোনা যায়, সাগরপাড়ের বলিউডের সঙ্গে যুক্ত এক মানুষের প্রেমে পড়েছেন ঋতাভরী। তবে সেই কথা ঋতাভরী নিজে কখনোই বলেননি। শেষে 'বহুরূপী'-র প্রচারে এসে তিনি স্বীকার করেন, তাঁর নতুন প্রেমিক থাকেন মুম্বইতে। অবশেষে দিপাবলীতে তিনি প্রকাশ্যে নিয়ে আসেন প্রেমিককে। তিনি সুমিত অরোরা। বলিউডের একাধিক হিট ছবির চিত্রনাট্য লিখেছেন সুমিত। শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক। এছাড়াও সোনাক্ষী সিন্হা অভিনীত ‘দাহাড়।’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ়ের সংলাপও তিনি লিখেছেন। আপাতত সেই প্রেমিকের সঙ্গেই অতীত ভুলে নতুন করে জীবন শুরু করেছেন ঋতাভরী।
আরও পড়ুন: Allu Arjun: পদপিষ্ট হয়ে মৃত্যুর মামলায় আদালতে ভার্চুয়াল হাজিরা দিলেন অল্লু অর্জুন