Cyclone Asani LIVE Updates : ঝড়ের আশঙ্কায় কাল-পরশু বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হবে কলকাতার সমস্ত ত্রিফলা বাতিস্তম্ভ
Cyclone Asani LIVE Updates: আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা
LIVE
Background
বাংলায় ‘অশনি’র সরাসরি প্রভাব না পড়লেও আজ সকালে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে কলকাতা, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Asani Cyclone Live: ঝড়ের আশঙ্কায় কাল-পরশু বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হবে কলকাতার সমস্ত ত্রিফলা বাতিস্তম্ভ
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি। শুক্রবার পর্যন্ত উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বৃহস্পতিবার হাওড়া, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর, নদিয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা। ঝড়ের আশঙ্কায় কাল-পরশু বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হবে কলকাতার সব ত্রিফলা বাতিস্তম্ভ।
Cyclone Asani LIVE: উত্তাল সমুদ্র, আগামী ৪৮ ঘণ্টা দিঘার সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উত্তাল সমুদ্র, আগামী ৪৮ ঘণ্টা দিঘার সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামীকালের মধ্যে সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি। শুক্রবার পর্যন্ত উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
Asani Cyclone Live: কাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি
শক্তি বাড়িয়ে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। কাল রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দিক পরিবর্তনের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। কাল রাতের পরে উত্তর-পূর্বে ওড়িশা উপকূলের দিকে এগোবে ঘূর্ণিঝড়। বাঁক নেওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে তীব্র ঘূর্ণিঝড় পরিণত হবে অশনি।
Cyclone Asani LIVE: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সমুদ্রে গতিবেগ ঘণ্টায় ২৫ কিমি
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলের দিকে এগোচ্ছে অশনি। ঝড়ের অভিমুখ আপাতত উত্তর-পশ্চিমে। পরে গতিপথ পাল্টে আসতে পারে ওড়িশার দিকে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সমুদ্রে গতিবেগ ঘণ্টায় ২৫ কিমি। চিন্তা বাড়াচ্ছে অশনি।
Asani Cyclone Live: পুরী থেকে এই মুহূর্তে ৫৯০ কিমি দূরে ‘অশনি’
অশনির প্রভাবে কাল থেকে ওড়িশার বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ওড়িশা উপকূলে হাওয়ার বেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার। এই মুহূর্তে পুরী থেকে ৫৯০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় ‘অশনি’।