Asani Cyclone : শক্তি খুইয়ে অভিমুখ বদল ঘূর্ণিঝড় ‘অশনির’, বাংলায় প্রভাব পড়বে কি?
Asani Cyclone Update : কোনও কোনও জায়গায় মেঘ কেটে রোদও উঁকি দিয়েছে। বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : অশনি (Asani Storm) তিলোত্তমার বুকে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে সংশয় ছিলই। সকাল শুরু হয়েছিল মেঘলা আকাশ নিয়ে। তারপর কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও হয়। অশনি অন্ধ্রের (Andhra Pradesh) দিকে এগিয়ে চলেছে। তবুও বঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলি তৈরি ছিল বিপর্যয় মোকাবিলা করার জন্য। তবে ২ দিন ধরে বৃষ্টিপাত হলেও অশনির ধাক্কা সামলাতে হবে না শহরকে, জানাল আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের (West Bengal) কোনও জেলাতেই পড়বে না অশনির প্রভাব। বলা হয়েছে পূর্বাভাসে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, বাংলায় ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই। তবে সকাল থেকেই কলকাতায় (Kolkata) আংশিক মেঘলা আকাশ আছে, তা থাকবে। বেলা গড়াতেই শুরু হয়েছে বৃষ্টি, তবে কোনও কোনও জায়গায় মেঘ কেটে রোদও উঁকি দিয়েছে। বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে দুই ২৪ পরগনা, নদিয়া ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও খবর :
' শুধু ভোট দাও, আসল সময়ে কাজে নেই' বাঁধ নিয়ে ক্ষোভ উগরে দিলেন হিঙ্গলগঞ্জের মানুষ
অশনির অবস্থান
অন্ধ্র উপকূলের আরও কাছে অশনি। শক্তি খুইয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। শক্তি খুইয়ে অভিমুখ বদল ঘূর্ণিঝড় ‘অশনির’। উত্তর, উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। সন্ধে নাগাদ পৌঁছবে অন্ধ্রের উত্তর উপকূলে। অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ৪০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়। তবে এখনও পর্যন্ত ল্যান্ড ফলের সম্ভাবনা নেই, জানিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে আগামী ২৪ ঘণ্টায় পরিণত হবে নিম্নচাপে ।
THE CYCLONIC STORM ‘ASANI’ (PRONOUNCED AS ‘ASANI’) LAY CENTRED AT 1530 HRS IST OF THE 11th MAY, 2022 OVER WESTCENTRAL BAY OF BENGAL NEAR LATITUDE 16.1°N AND LONGITUDE 81.4°E, ABOUT 30 KM EAST-SOUTHEAST OF MACHILIPATNAM, 50 KM SOUTHWEST OF NARSAPUR. pic.twitter.com/gmVEmppAHA
— India Meteorological Department (@Indiametdept) May 11, 2022