Cyclone Dana Update: সাড়ে ৫টায় উড়বে শেষ বিমান, ‘দানা’র আশঙ্কায় কলকাতায় ১৫ ঘণ্টা বন্ধ উড়ান পরিষেবা
West Bengal News: বৃহস্পতিবার সন্ধে থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঝাঁপ বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরের।
প্রকাশ সিনহা, কলকাতা: ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। প্রহর গুনছে বাংলাও। ‘দানা’র আশঙ্কায় বন্ধ কলকাতা বিমানবন্দরে ১৫ ঘণ্টা বন্ধ থাকছে উড়ান পরিষেবা (Cyclone Dana Update)। আজ সন্ধে ৬টা থেকে কাল সকাল ৯টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ। শেষ বিমান উড়বে সন্ধে সাড়ে ৫টায়।
বন্ধ থাকছে উড়ান পরিষেবা: বৃহস্পতিবার সন্ধে থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঝাঁপ বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরের। সমস্ত এয়ারলাইন্সকে জানিয়ে তা দেওয়া হয়েছে। তবে আজ সকালে কয়েকটি উড়ান দেরিতে ছাড়লেও ওড়িশাগামী বিমান চলাচল স্বাভাবিক ছিল। সাড়ে ৫টায় শেষ বিমান ওড়ার পর পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। সাড়ে ৫টা নাগাদ ভুবনেশ্বরের একটি বিমান বাতিল করা হয়েছে। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, যেহেতু ভুবনেশ্বর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হবে বিকেল ৫টায়। তাই সাড়ে ৫টার বিমান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রবল দুর্যোগের আশঙ্কায় প্রহর গুণছে উপকূলবর্তী এলাকা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বিমান পরিষেবা ছাড়াও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফেরি সার্ভিস, বাস এবং ট্রেন পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাবুঘাট, চাঁদপাল ঘাট থেকে সমস্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। গঙ্গার ঘাটে নজরদারি চালাচ্ছে পুলিশ। ফেরি পরিষেবা বন্ধ থাকায় কাজের দিন হওয়া সত্ত্বেও সমস্ত জেটি শুনশান। আজ ও কাল জলপথ পরিবহণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবহণ দফতর। গঙ্গার সমস্ত ঘাটে কড়া পাহারা। স্পিড বোটে চড়ে বাবুঘাট থেকে রিষড়া পর্যন্ত নজরদারি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। পাশাপাশি, চলছে মাইকে প্রচার। আজ ও কাল পণ্যবাহী ভেসেল চলাচলও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
‘দানা’র আতঙ্কে প্রহর গুনছে বাংলা। দুর্যোগের মোকাবিলা করতে তৈরি রেলও। ১৪ ঘণ্টার জন্য শিয়ালদা দক্ষিণ শাখার ১৯০ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে শিয়ালদা-নৈহাটি শাখার ২টি ডাউন ট্রেন, শিয়ালদা-বারাসাত শাখার ১১টি আপ ও ৯টি ডাউন ট্রেন ও শিয়ালদা-হাসনাবাদ শাখার ১১টি আপ ও ৯টি ডাউন ট্রেন। আজ ও কাল একাধিক দূর পাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। ইস্ট-কোস্ট ও সাউথ সেন্ট্রাল রেলের শাখাগুলিতে ১৭৪টি ট্রেন বাতিল, অন্য শাখায় বাতিল করা হয়েছে আরও ২৮টি ট্রেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Cyclone Dana: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, কন্ট্রোল রুম খুলল কাকদ্বীপ মহকুমা শাসকের দফতর