Cyclone Mocha Update: মোকার প্রভাবে বুধ-বৃহস্পতিবার ৮০-১০০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে কোথায় ?
১০ মে বুধবারের মধ্যে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। তারপর কোন পথে এগোবে মোকা ?
সঞ্চয়ন মিত্র, কলকাতা : আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত সোমবার পরিণত হবে নিম্নচাপে। উত্তর আন্দামান সাগর ও মধ্য় বঙ্গোপসাগরে পৌঁছে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
অতি গভীর নিম্নচাপ কবে
আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে সোমবার নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামানসাগরে আরও ঘনীভূত হবে মঙ্গলবার ৯ই মে। পরিণত হবে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে। সেই সময় এর অবস্থান হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর। গভীর নিম্নচাপে পরিণত হয়ে এই সিস্টেম মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। সেই সময় এর গতিমুখ থাকবে উত্তর অভিমুখে।
১০ মে কোথায় অবস্থান করবে মোকা
১০ মে বুধবারের মধ্যে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। অভিমুখ থাকবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর। ভারতের মৌসম ভবন সিষ্টেমের উপর নজর রাখলেও এখনো তার গতিপথ সম্পর্কে সুনিশ্চিত করে কিছু জানায়নি। আজ সোমবার নিম্নচাপে পরিণত হওয়ার পর এর গতিপথে জানাতে পারে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এই সিস্টেমের নাম হবে মোকা। আরব সাগরের দেশ ইয়েমেনের দেওয়া নাম মোকা।
কোন পথে এগোবে মোকা
প্রাথমিকভাবে উত্তরমুখী হয়ে এই ঘূর্ণিঝড় মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। প্রাথমিকভাবে এটি বিশাখাপত্তনমের দিকে বা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে কিছুটা এগুলোও তারপর বঙ্গোপসাগরের মধ্যেই আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোতে থাকবে। ক্রমশ এর সঙ্গে দূরত্ব কমবে ভুবনেশ্বর ও আমাদের রাজ্যের উপকূলের। এরপর উত্তর-পূর্ব দিকে এর অভিমুখ হয়ে এটি আরও শক্তিশালী হবে। শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর অভিমুখ দক্ষিণ পূর্ব বাংলাদেশ অথবা মায়ানমার উপকূল হতে পারে বলে আন্তর্জাতিক মডেল জানাচ্ছে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই এটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টির সতর্কতা
এর প্রভাবে পর্যটকদের জন্য সতর্কতা জারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র ও তার তীরবর্তী সমস্ত বিনোদনমূলক কার্যক্রম বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। ওই সময়ে পর্যটকদের ভেসেল না চালানোর পরামর্শ আবহাওয়া দফতরের। নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আন্দামান দ্বীপপুঞ্জে। রবিবার থেকে মঙ্গলবার তুমুল বৃষ্টি হতে পারে এই দুই দ্বীপপুঞ্জ এলাকায়। বুধ ও বৃহস্পতিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপুঞ্জে।
বৃষ্টির সঙ্গে তুমুল হাওয়া বইবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বুধ, বৃহস্পতিবারে ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত এই ঝোড়ো হাওয়া বইতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্রে ৮ তারিখ থেকে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।