Cyclone Remal Live News: আছড়ে পড়ল রেমাল, জেলায় জেলায় দুর্যোগ, বন্ধ উড়ান, বাতিল ট্রেন
WB News Live Updates: আগামী ৩ দিন দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে
LIVE
Background
কলকাতা : আছড়ে পড়ল রেমাল (Cyclone Remal)। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি। আরও ২ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল প্রক্রিয়া।
জেলায় জেলায় দুর্যোগ। জায়গায় জায়গায় ভাঙল গাছ। হেলে পড়ল সিগন্যাল পোস্ট। কবি নজরুলে উড়ে গেল মেট্রোর শেড। হিঙ্গলগঞ্জে বাঁধ ভেঙে বিপত্তি।
রেমালের জেরে আজ সকাল ৯টা পর্যন্ত কলকাতায় বন্ধ উড়ান পরিষেবা। বাতিল ৩৪০টি অন্তর্দেশীয় ও ৫৪টি আন্তর্জাতিক বিমান। বাতিল বহু ট্রেন, বন্ধ ফেরিও।
Cyclone Remal LIVE Updates: দুর্যোগের মধ্যেই কলকাতায় মর্মান্তিক মৃত্যু
দুর্যোগের মধ্যেই কলকাতায় মর্মান্তিক মৃত্যু। এন্টালির বিবির বাগানে বাড়ির চাঙড় ভেঙে মৃত্যু এক ব্যক্তির। ক্যামাক স্ট্রিটে ভেঙে পড়ল বাড়ির একাংশ
Cyclone Remal LIVE Updates: কেন বারবার মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণিঝড়?
আয়লা থেকে ফণী, আমফান থেকে ইয়াস, অতীতে এই সমস্ত ঘূর্ণিঝড়ই আছড়ে পড়েছে মে মাস নাগাদ। কিন্তু কেন বারবার মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণিঝড়? কেন এই প্রবণতা? এই বিষয়ে কী মত বিশেষজ্ঞদের?
Cyclone Remal LIVE Updates: সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা
সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, হুগলিতে চলবে ভারী বৃষ্টি। পঃ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা।
Cyclone Remal LIVE Updates: আছড়ে পড়ল রেমাল
আছড়ে পড়ল রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল। কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি। এখন ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার ।
Cyclone Remal LIVE Updates: দাপট বাড়ছে রেমালের
দাপট বাড়ছে রেমালের। কলকাতা থেকে জেলা, রেমালের জেরে প্রবল ঝড়-বৃষ্টি। আরও কাছে রেমাল, ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু