Cyclone Sitrang: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং, আশঙ্কা বাড়িয়ে নিম্নচাপ পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে
Cyclonic Storm: সাগর দ্বীপ থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang )। এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার থেকে ৫৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। ও সাগর দ্বীপ থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে (Bay of Bengal) অবস্থান করছে নিম্নচাপ (Depression)।
কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?
আগামী ১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপ শক্তি বাড়িয়ে তৈরি হবে গভীর নিম্নচাপ। সোমবার কালীপুজোর সকালে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার ভোরে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। এর প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার ভোরে বাংলাদেশের তিনকোণা দ্বীপ ও সন্দীপের মাঝামাঝি উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং।
কোথায় কোথায় ঝড়-বৃষ্টি?
আগামীকাল দুই ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরেও। কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
Depression over eastcentral Bay of Bengal intensifiedinto a Deep Depression about 580 km northwest of Port Blair. To intensify into a cyclonic storm over central Bay of Bengal. To cross Bangladesh coast between Tinkona Island and Sandwip around 25th October early morning. pic.twitter.com/R5Q45bQHFE
— India Meteorological Department (@Indiametdept) October 23, 2022
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মোকাবিলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলল নবান্ন। পরিস্থিতির ওপর নজর রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ১০ আইএএস অফিসারকে। ছুটি বাতিল করা হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের। নবান্নে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম, যার নম্বর 5858।কন্ট্রোল রুম খোলা হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও।