(Source: ECI/ABP News/ABP Majha)
Darjeeling: পশ্চিমবঙ্গ পুলিশে পরীক্ষার জের, দার্জিলিঙে বন্ধ থাকবে সমস্ত পর্যটনকেন্দ্র
বন্ধের তালিকায় রাখা হচ্ছে দার্জিলিং শহরের ৭টি পর্যটন কেন্দ্র এবং টাইগার হিল।
মোহন প্রসাদ, দার্জিলিং: পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে ও সেনাবাহিনীতে নিয়োগের লিখিত পরীক্ষা হচ্ছে রবিবার। যার জেরে দার্জিলিঙে শহরে সমস্ত পর্যটনকেন্দ্রগুলিকে বন্ধ রাখার ঘোষণা করল দার্জিলিং জেলা পুলিশ। শুক্রবার দার্জিলিং জেলা পুলিশের দার্জিলিং সদর থানার ট্রাফিক বিভাগের ওসি দর্জি শেরপা একটি সাংবাদিক বৈঠক করে এই ঘোষণার কথা জানান।
জানা গিয়েছে, মূলত দার্জিলিং শহরের বিভিন্ন এলাকাতে মোট ১৮ টি পরীক্ষা কেন্দ্র এই পরীক্ষাগুলি হবে। যার ফলে পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসবে শহরে । তাই যাতে যানজট সৃষ্টি না হয় এবং পরীক্ষার্থীরা যাতে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে তাদের পরীক্ষা দিতে পারে সেই বিষয়টিকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশের তরফে।
আরও পড়ুন, ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে ঝোড়ো হাওয়া-বৃষ্টিতে দুর্যোগ বাড়বে বাংলায়
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাফিক ওসি দর্জি শেরপা বলেন, আগামী রবিবার পাহাড়ের ১৮টি কেন্দ্রকে পরীক্ষা কেন্দ্র ঘোষণা করা হয়েছে। ফলে পাহাড়ে বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসবে। তাই তারা পরীক্ষা দিতে এসে যাতে যানজটের শিকার না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে পর্যটকদের কাছে পুলিশের তরফে আবেদন করা হয়েছে। পাহাড়ের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা মাথায় রেখে একটি দিন সকলকে সহযোগিতা করতে আবেদন করা হচ্ছে। এই বন্ধের তালিকায় রাখা হচ্ছে দার্জিলিং শহরের ৭টি পর্যটন কেন্দ্র এবং টাইগার হিল।
দুর্যোগের পূর্বাভাসে এবার ৫ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল করল নবান্ন। শনিবার এই মর্মে একটি নির্দেশিকাও জারি হয়েছে। সময় যত এগোচ্ছে রাজ্যজুড়ে ততই বাড়ছে উদ্বেগ। বঙ্গোপসাগরের জঠরে তৈরি হওয়া দানবের আগমন বার্তায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক তৎপড়তা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় গুলাবের সরাসরি প্রভাব পড়বে না পড়লেও, বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে রাজ্যে।