West Bengal News Live: ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে ঝোড়ো হাওয়া-বৃষ্টিতে দুর্যোগ বাড়বে বাংলায়
Get the latest West Bengal News and Live Updates: ঘূর্ণিঝড় গুলাবের সরাসরি প্রভাব পড়বে না পড়লেও, বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে রাজ্যে।
LIVE
Background
কলকাতা: ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রাজ্য প্রশাসন।ইতিমধ্যেই সমুদ্র থেকে ফিরে এসেছে মাছ ধরার ট্রলার। কাকদ্বীপ, নামখানা, সাগর,পাথরপ্রতিমা, রায়দিঘি, গোসাবা, কুলতলি, ক্যানিং, বাসন্তী-সহ বন্দর এলাকায় পুলিশ, মৎস্য দফতর ও স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকে সতর্কতামূলক প্রচার চলছে। বুধবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ভবানীপুর উপনির্বাচন নিয়ে রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। কমিশনের হলফনামায় ত্রুটি। আদালতের তোলা প্রশ্নের জবাব না থাকায় ক্ষোভপ্রকাশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
বিজেপি নেতার দেহ নিয়ে বিক্ষোভ, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের। পাল্টা শ্লীলতাহানির অভিযোগে কলকাতা পুলিশের ডিসি সাউথের বিরুদ্ধে কমিশনে চিঠি বিজেপির।
রায়গঞ্জের বিজেপি বিধায়ককে নিয়ে ফের জল্পনা। রয়েছেন কলকাতায়। খোলা হল বিজেপি বিধায়কের কার্যালয়ের বোর্ড। সরেছে বিজেপি, কটাক্ষ তৃণমূলের। খারাপ বোর্ড, তাই খোলা হয়েছে, পাল্টা কৃষ্ণ কল্যাণী।
দমদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বালিকার মৃত্যু। আইনি পদক্ষেপের ভাবনা পরিবারের। মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত, অর্জুনের। রেকর্ড বৃষ্টিতে জমছে জল। বিদ্যুতের খুঁটিতে হাত নয়, সতর্কবার্তা মমতার।
অসমে পুলিশ পিটিয়ে মারছে, বাংলায় মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আক্রমণ মমতার। রাষ্ট্রীয় মদতে পুলিশি সন্ত্রাস, অভিযোগ বৃন্দা কারাটের। দায়ী কংগ্রেসের নীতি, পাল্টা বিজেপি।
পিএম কেয়ার্স ফান্ড সরকারি তহবিল নয়। অর্থ জমা পড়ে না সরকারি কোষাগারে, দিল্লি আদালতে জানাল পিএমও। চিফ মিনিস্টার ফান্ডের অডিট হলে, পিএম কেয়ার্স ফান্ডে নয় কেন ? প্রশ্ন মমতার।
রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ ফের সাড়ে সাতশো ছুঁইছুঁই। একদিনে আক্রান্ত ৭৪৪, মৃত ১৩ জন। সংক্রমণ ঊর্ধ্বমুখী কলকাতা, উত্তর ২৪ পরগনায়।
নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত। কাল পূর্ব মেদিনীপুর, সোমবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, মঙ্গলবার কলকাতা, হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
WB News Live Updates: প্রয়াত শিক্ষাবিদ স্বপন চক্রবর্তী
প্রয়াত শিক্ষাবিদ স্বপন চক্রবর্তী। বয়স হয়েছিল ৬৭ বছর। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শনিবার বিকেল ৪.৫২ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি বছর করোনায় আক্রান্ত হন প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির এই প্রাক্তন অধ্যাপক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পয়লা সেপ্টেম্বর থেকে ভর্তি ছিলেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। জাতীয় গ্রন্থাগারের প্রাক্তন ডিরেক্টর জেনারেলও ছিলেন স্বপন চক্রবর্তী। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সম্পাদক ও কিউরেটরের দায়িত্ব সামলেছেন। কয়েক দিন আগে সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস-এর চেয়ারপার্সন পদে নিযুক্ত হন তিনি। আমৃত্যু সেই পদে ছিলেন। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
WB News Live Updates: ভবানীপুরের ভোটার হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর
ভবানীপুরের ভোটার হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। ভবানীপুরের ২২২ নম্বর পার্ট নম্বরের ভোটার প্রশান্ত কিশোর। সেন্ট হেলেন স্কুলের ভোটকেন্দ্রে প্রশান্ত কিশোরের নাম। জানুয়ারি-মে মাসের মধ্যে ভোটার তালিকায় নাম ওঠে পিকে-র
West Bengal News Live Updates: মানবাধিকার কমিশনকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
বিজেপি শাসিত অসমে উচ্ছেদ অভিযানে পুলিশের গুলি চালানোর ঘটনায়, এবার মানবাধিকার কমিশনকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "দেশে যা হচ্ছে, পরশু অসমে উচ্ছেদ নিয়ে কি অমানবিক কাণ্ড হল..কোথায় মানবাধিকার কমিশন?...বাংলায় কিছু হয় না, তাও পাঠিয়ে দেয়, আর অসমে যখন কাউকে মারা হয়, মৃতদেহের উপর নাচে, মানবাধিকার কমিশন কোথায় যায়?" পাল্টা, আক্রমণ করেছে বিজেপিও। প্রসঙ্গত, অসমকাণ্ডে, CBI তদন্তের নির্দেশ দিয়েছে হিমন্ত বিশ্বশর্মা সরকার।
WB News Live Updates: জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে
জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় আনা হয়। চিকিত্সার সুযোগই মেলেনি বলে দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের। এই নিয়ে মালদা জেলায় ৯ দিনে ৯ শিশুর মৃত্যু হল।
WB News Live Updates: জঙ্গলের বুকে ফের গণ্ডারের জীবন সঙ্কট
জঙ্গলের বুকে ফের গণ্ডারের জীবন সঙ্কট! জলপাইগুড়ির গোরুমারা অভয়ারণ্য এলাকায় তিন জন সন্দেহভাজনের দেখা মিলেছে বলে বলে দাবি বন দফতরের। কড়া নজরদারির চাদরে মুড়ে ফেলা হয়েছে গোরুমারা, চাপরামারি, মূর্তি সহ একাধিক চা বাগান এলাকাকে। তিন সন্দেহভাজনের দেখা মিলতেই, এখন আরও কড়া নজরদারি শুরু হয়েছে গোরুমারা, চাপরামারি, মূর্তি সহ একাধিক চা বাগান এলাকায়।