Darjeeling: দাম্পত্য অশান্তির জের, সন্তানকে খুন করে আত্মহত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দার্জিলিঙের নকশালবাড়ির এলাকায়। একদিন তাঁর হাত ধরেই পৃথিবীর আলো দেখেছিল ছোট্ট শিশুটি।
মলয় চক্রবর্তী, নকশালবাড়ি: দাম্পত্য অশান্তির জের। নিজের সন্তানকে খুন করে আত্মহত্যার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দার্জিলিঙের নকশালবাড়ির এলাকায়। একদিন তাঁর হাত ধরেই পৃথিবীর আলো দেখেছিল ছোট্ট শিশুটি। সেই বাবার হাতেই চলে গেল প্রাণ।
আড়াই বছরের শিশুকন্যাকে খুন করে, আত্মহত্যার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। দার্জিলিঙের নকশালবাড়ির ত্রিহানা চা বাগানের ঘটনা। পুলিশ সূত্রে খবর, চা বাগানে কাজ করতেন, প্রাদুম প্রজা নামে ওই ব্যক্তি। পরিবার বলতে, স্ত্রী ও আড়াই বছরের শিশুকন্যা। কিন্তু, গত কয়েকদিন ধরেই, দাম্পত্য অশান্তির জেরে, স্ত্রী বাপের বাড়ি এসে থাকতেন বলে স্থানীয় সূত্রে খবর। পরিবারের দাবি, রবিবার রাতে, শ্বশুরবাড়িতে আসেন প্রাদুম। অভিযোগ, আচমকা মাঝ রাতে, ধারালো চাকু দিয়ে, সন্তানকে কোপাতে শুরু করেন তিনি। বাধা দিতে গেলে, স্ত্রীকেও কোপাতে থাকেন। এই সময়, কোনও রকমে জামাইয়ের হাত থেকে চাকুটি ফেলে দিয়ে, মেয়েকে ঘরের বাইরে বের করে, দরজায় শিকল তুলে দেন, অভিযুক্তের শাশুড়ি। লোকজন ডাকেন। দরজা খুলতেই দেখা যায়, ঘরে প্রাদুম প্রজার ঝুলন্ত দেহ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দাম্পত্য অশান্তির জেরেই শিশুকন্যা ও স্ত্রীর ওপর হামলা চালায় অভিযুক্ত। এরপর নিজেও আত্মঘাতী হন। শিশুকন্যার মৃত্যু হলেও, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁর স্ত্রীকে। ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: West Midnapore: নেই জাতিগত শংসাপত্র, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দাঁতনের একশো শবর পরিবার
এদিকে তিন-চার মাসের ব্যবধানে ২ প্রেমিকাকে খুন করার অভিযোগ। শিলিগুড়ির মাটিগাড়া থেকে গ্রেফতার এক যুবক। মাটি খুঁড়ে উদ্ধার এক প্রেমিকার পচাগলা দেহ। পুলিশ সূত্রে দাবি, দু’টি ক্ষেত্রে শারীরিক মিলনেরর সময় প্রেমিকাদের গলা টিপে খুন করেন ধৃত প্রেমিক।
আরও পড়ুন: Baruipur: বারুইপুরের কারখানায় বিকট শব্দে ফার্নিশ ব্লাস্ট, ভয়াবহ দুর্ঘটনায় ঝলসে ৪ শ্রমীকের দেহ