Abhishek Banerjee: বঙ্গ রাজনীতিতে তারিখ-সাসপেন্স অব্যাহত, নতুন জল্পনা উস্কে দিলেন অভিষেক
West Bengal: জল্পনা উস্কে দিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের শুরুতেই সবার মনে এখন একটাই প্রশ্ন, ২ জানুয়ারি কী হবে?

কলকাতা: “কালকের দিনটা গুরুত্বপূর্ণ। নজর রাখুন।’’ রাজ্য-রাজনীতিতে নতুন জল্পনা উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর আগে কুণাল ঘোষের মুখেও শোনা গিয়েছিল ২ জানুয়ারির কথা। আগামিকাল নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কর্মিসভা। সেখানেই কি দেখা যাবে নতুন কোনও চমক? সবার নজর সেদিকেই।
জল্পনা উস্কে দিলেন অভিষেক: বঙ্গ রাজনীতিতে তারিখ-সাসপেন্স অব্যাহত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পরে বঙ্গ রাজনীতিতে তারিখ-জল্পনা ভাসিয়ে দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এবার সেই জল্পনা উস্কে দিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের শুরুতেই সবার মনে এখন একটাই প্রশ্ন, ২ জানুয়ারি কী হবে? দেখা যাবে কোনও রাজনৈতিক চমক? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কালকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সাংবাদমাধ্যমের বন্ধুদের অনুরোধ করব, আপনারা নজর রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে কালকে কিছু নির্দেশিকা আমাদের দেবেন, এবং আগামীদিনে তৃণমূলের সবাই সেই নির্দেশকে বাস্তবায়িত করতে অঙ্গিকারবদ্ধ হয়ে সর্বোচ্চশক্তি দিয়ে ঝাঁপাব।’’
তারিখ-সাসপেন্স অব্যাহত: ১ জানুয়ারি, নতুন বছরের প্রথম দিন ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। সোমবার, ২ জানুয়ারি নজরুল মঞ্চে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার প্রস্তুতি খতিয়ে দেখতে নজরুল মঞ্চে যান। ৪০ মিনিটেরও বেশি তিনি নজরুল মঞ্চে ছিলেন। এই সভা মঞ্চেই কি দেখা যাবে কোনও চমক? আপাতত জোর জল্পনা চলছে তা নিয়েই।
প্রসঙ্গত, বিরোধী দলনেতার উল্লেখ করা ৩ দিনের মধ্যে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কোনও ঘটনা না ঘটলেও, ১২ ডিসেম্বর, বীরভূমের রামপুরহাটে সিবিআই হেফাজতে রহস্যজনক ভাবে মৃত্যু হয় বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের। ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা যান ৩ জন। এরপর ২১ ডিসেম্বর, তেমন কোনও বড় ঘটনা ঘটেনি রাজ্য-রাজনীতিতে।
আরও পড়ুন: Joka-Taratala Metro: কাল থেকেই জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা, রইল সময়সূচি






















