Dengue Update : আতঙ্ক বাড়িয়ে ফের ডেঙ্গির বলি অশোকনগরের যুবক, ভয় ধরাচ্ছে উত্তর ২৪ পরগনার ডেঙ্গি-পরিসংখ্যান
North 24 Parganas Dengue Update : সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি উত্তর ২৪ পরগনায়। ৪ অক্টোবর পর্যন্ত উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৬৬।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : পুজোর মুখে আরও ভয়ঙ্কর ডেঙ্গি (Dengue Scare)। এক যুবকের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনারঅশোকনগরে। এদিকে, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উত্তর ২৪ পরগনার বনগাঁয় বৈঠক করলেন স্বাস্থ্য দপ্তরের স্পেশাল জয়েন্ট সেক্রেটারি। ঘুরে দেখলেন মহকুমা হাসপাতাল।
ডেঙ্গি সংক্রমণে রাজ্যে এই মুহূর্তে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। অশোকনগরের মাটিয়াগাছার বাসিন্দা অমিত ঘোষ (৩১) ডেঙ্গির বলি হয়েছেন। সোমবার উত্তর ২৪ পরগনার সবদলপুর গ্রামীণ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পর রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখান হাসপাতাল চত্বরে। তাঁদের অভিযোগ, হাসপাতালের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে যুবকের। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী (Police Force)। অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি উত্তর ২৪ পরগনায়। ৪ অক্টোবর পর্যন্ত উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৬৬। দ্বিতীয় স্থানে কলকাতা ৭ হাজার ৭৫। আক্রান্তের সংখ্যার বিচারে তৃতীয় স্থানে মুর্শিদাবাদ ৬ হাজার ৫২। এর পরে রয়েছে নদিয়া, হুগলি হাওড়া ও মালদা।
স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) ৪ অক্টোবর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র দক্ষিণবঙ্গের ১৬ জেলা এবং স্বাস্থ্য জেলায় মোট ডেঙ্গি আক্রান্ত ৪৮ হাজার ২৭৯। এই পরিস্থিতিতে রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বৈঠক করেন স্বাস্থ্য দফতরের স্পেশাল জয়েন্ট সেক্রেটারি। ঘুরে দেখেন মহকুমা হাসপাতাল।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় পুর-এলাকার থেকে গ্রামাঞ্চলে ডেঙ্গির সংক্রমণ বেশি। শহরাঞ্চলে আক্রান্ত ৭ হাজার ৭৩৭ এবং গ্রামাঞ্চলে ৩ হাজার ৯৬৮ জন। বিধাননগর পুর এলাকায় সবথেকে বেশি ২ হাজার ৬৭৫ জন ডেঙ্গিতে আক্রান্ত। দ্বিতীয় স্থানে দক্ষিণ দমদম পুরসভা। আক্রান্ত ১ হাজার ২৩৬। বনগাঁ ব্লকে সবথেকে বেশি ৮১০ জন আক্রান্ত হয়েছেন। বর্ষা বিদায় নিতে চললেও, ডেঙ্গির এই পরিসংখ্যান রীতিমতো আতঙ্কের !
আরও পড়ুন- খতিয়ে দেখে সমাধানের আশ্বাস, তৃণমূলের সঙ্গে বৈঠকের পরই দিল্লি উড়ে গেলেন রাজ্যপাল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন