(Source: ECI/ABP News/ABP Majha)
Aadhaar Card: আধার কার্ড বাতিল, পরীক্ষায় বসতে বাধা, ছাত্রীর পাশে মুখ্যমন্ত্রী
Examinees Aadhaar Card Cancellation: আধার কার্ড বাতিল হওয়ায় প্রথম বর্ষের পরীক্ষায় বসতে বাধা, অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে..
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: আধার কার্ড বাতিল চিঠি এল এবার কাঁকসার এক কলেজ ছাত্রীর বাড়িতে। স্বাভাবিকভাবেই প্রথম বর্ষের পরীক্ষা দিতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন ওই কলেজ পড়ুয়া। তবে শেষ অবধি মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই, ওই ছাত্রীর পরীক্ষায় বসার ব্যবস্থা করে কলেজ কর্তৃপক্ষ।
লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে জেলায় জেলায় আধার কার্ড বাতিল (Aadhaar Card Cancelation)। এদিকে ফের নতুন করে পশ্চিম বর্ধমানে এই ঘটনার জেরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে এল ক্ষোভ। পাল্টা বিজেপি সাংসদ আলুয়ালিয়া জানিয়েছেন, কোনও আঁধার কার্ড বাতিল হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রকের সাথে এ বিষয়ে কথা হয়েছে।
যদিও যতই আশ্বাস দেওয়া হোক না কেন, রাজ্যের বিভিন্ন জেলায় আধার কার্ড বাতিলের জেরে কার্যতই আতঙ্কে পড়েছেন সাধারণ মানুষ।কাঁকসা ব্লকের বনকাঠি পঞ্চায়েত এলাকার ১১ মাইল, শ্যামবাজার কলোনি ও রাধামোহন পুর এলাকায় কয়েকজনের আধার কার্ড বাতিলের খবর আসায় আতঙ্কে পড়ে যান সাধারণ মানুষ। আধার কার্ড বাতিল হওয়ার কারণে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে সমস্যায় পড়েছেন সেখানকার মানুষ।
এদের মধ্যে একজন রয়েছেন বীরভূমের কবি জয়দেব মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। আধার কার্ড বাতিল হওয়ায় প্রথম বর্ষের পরীক্ষায় বসতে পারছিল না সে। মঙ্গলবার কলেজে গিয়ে তার সমস্যার কথা জানান তিনি। পরীক্ষায় বসার আবেদন জানাতেই কলেজ কর্তৃপক্ষ তাঁর আবেদন স্বীকার করে, তাঁর পরীক্ষায় বসার ব্যবস্থা করে।রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়ার পরেই ওই ছাত্রীর পরীক্ষায় বসার ব্যবস্থা হওয়ায়, রাজ্যের মুখমন্ত্রীকে 'ধন্যবাদ' জানিয়েছেন আশা বিশ্বাস ও তার পরিবার।
অন্যদিকে, এলাকার মানুষ জানিয়েছেন আধার কার্ড বাতিল হওয়ায় অনেকেই ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না। কাকসা এলাকার বিজেপির মন্ডল সভাপতি রাজীব রায় জানিয়েছেন তিনি সাংসদ এস এস আলুয়ালিয়াকে এই বিষয়ে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলতেই তিনি নাকি সমস্ত আধার কার্ড পুনরায় অ্যাকটিভ করিয়েছেন।
আরও পড়ুন, বাইরে বের হলেই জ্বালা ধরাচ্ছে রোদ ? স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস
অপরদিকে কাঁকসার ১১ মাইলের আশা বিশ্বাসের বাড়িতে যান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।তিনি ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সকলকে পাশে থাকার আশ্বাস দেন।এদিন প্রদীপ মজুমদার বিজেপির ওই নেতাকে ও বিজেপিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি 'পরিস্থিতি মোকাবিলার জন্য তৃণমূল কংগ্রেস পুরোপুরি প্রস্তুত' বলে জানিয়েছেন তিনি।