State Government Employee Protest: রাজ্য সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও ৪৮ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় রাজ্য সরকারি কর্মীরা
পাশাপাশি, শহিদ মিনারে তাঁদের ধর্না-অবস্থান এদিন ২৫ দিনে পড়ল। অনশন চলছে ১১ দিন ধরে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন।
![State Government Employee Protest: রাজ্য সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও ৪৮ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় রাজ্য সরকারি কর্মীরা Despite the warning of the state government, the state government employees are adamant about the decision to strike for 48 hours State Government Employee Protest: রাজ্য সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও ৪৮ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় রাজ্য সরকারি কর্মীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/20/51bf4dd70210231205fb84be4212bd461676866203671176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রাজ্য সরকারের (State Government) হুঁশিয়ারি সত্ত্বেও বকেয়া DA-র দাবিতে আজ ও কাল সরকারি অফিসে ৪৮ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনরত রাজ্য সরকারি (West Bengal Government) কর্মীরা। পাশাপাশি, শহিদ মিনারে তাঁদের ধর্না-অবস্থান এদিন ২৫ দিনে পড়ল। অনশন চলছে ১১ দিন ধরে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। তবু বকেয়া DA-র দাবিতে আন্দোলন জারি থাকবে বলে রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন।
একই ছবি জেলায় জেলায়
পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর জেলা আদালতে কর্মবিরতিতে সামিল আদালত কর্মীদের একাংশ। পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে জেলা জজের অফিসের উল্টো দিকে ধর্না মঞ্চ করে চলছে অবস্থান।
বীরভূম: বীরভূমের সিউড়ি জেলা আদালতেও চলছে কর্মবিরতি। পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছেন। হাজিরা খাতায় সই করেই কর্মবিরতিতে যোগ দিয়েছেন আদালত কর্মীরা।
কোচবিহার: রাজ্য সরকারের সার্কুলার অগ্রাহ্য করে কোচবিহার জেলা আদালতে কর্মবিরতিতে সামিল হলেন আদালত কর্মচারী সমিতির সদস্যরা। আদালত চত্বরে চলছে বিক্ষোভ, স্লোগান।
বকেয়া DA-র দাবিতে আজ ও আগামীকাল কর্মবিরতি হচ্ছেই। রাজ্য সরকার সার্কুলার জারির পরও সিদ্ধান্ত অনড় রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সার্কুলার জারি করায় অর্থ দফতরের প্রধান সচিব মনোজ পন্থকে আইনি নোটিসও পাঠিয়েছে তারা। যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
রাজ্য সরকার ৩ শতাংশ DA বৃদ্ধির পরও, আন্দোলন-অনশনে অনড় ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। এরই মধ্যে সেই আগুনে কার্যত ঘি ঢেলেছে, রাজ্য সরকারের সার্কুলার! ৩ শতাংশ DA বৃদ্ধির পরও,কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক রয়েছে ৩২ শতাংশ।এরই প্রতিবাদে, সোম ও মঙ্গলবার রাজ্য সরকারের দফতরে কর্মবিরতির ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ।
যার মোকাবিলায় শনিবার এই কড়া সার্কুলার জারি করে নবান্ন। অর্থ দফতরের প্রধান সচিব মনোজ পন্থের জারি করা নির্দেশিকায় উল্লেখ জানিয়ে দেওয়া হয়েছে,সোম ও মঙ্গলবার কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না। কর্মবিরতিতে সামিল হলে চাকরি জীবন থেকে বাদ যাবে একদিন।
করা হবে শোকজ। শুধুমাত্র হাসপাতালে ভর্তি, স্বজনের মৃত্যু, মাতৃত্বকালীন ছুটি বা সন্তানের দেখভালের জন্য ছুটি নেওয়া থাকলে, তা মঞ্জুর করা হবে। নবান্ন এই সার্কুলার জারি করতেই, আরও ঝাঁঝ বাড়িয়েছেন DA-এর দাবিতে আন্দোলনকারীরা। রবিবার আন্দোলন স্থলে, প্রতীকী সার্কুলার জ্বালিয়ে, জানানো হয় প্রতিবাদ।
রাজ্য সরকারের কড়া সার্কুলার! বকেয়া DA'এর দাবিতে, সোম-মঙ্গল কর্মবিরতিতে অনড় থাকায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি, সিপিএম। DA আন্দোলন নিয়ে বিরোধী দলকে জবাব তৃণমূলের। এদিকে রবিবার অসুস্থ হয়ে পড়েন একজন অনশনকারী-সহ দুই আন্দোলনকারী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)