Dhroher Alo Attack: হুমকি, মারধর থেকে গাড়ি ভাঙচুর, দ্রোহের আলো’ কর্মসূচির পর হামলার অভিযোগ
RG Kar Protest: ‘দ্রোহের আলো’ কর্মসূচি থেকে ফেরার পথে আন্দোলনকারীদের হুমকি, মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল।
সৌমিত্র রায়, কলকাতা: আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের আর জি কর (RG Kar News) মামলার শুনানি। তার আগের দিন দ্রোহের আলো কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর এক্সাইড মোড়ে হামলা। মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ।
হামলার অভিযোগ: ‘দ্রোহের আলো’ কর্মসূচি থেকে ফেরার পথে আন্দোলনকারীদের হুমকি, মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। আন্দোলনকারীদের দাবি, অভিযুক্তরা কালীপুজোর বিসর্জন সেরে ফিরছিল। অভিযোগ, রাসবিহারী থেকে ফেরার সময়, ‘দ্রোহের আলো’ ব্যাজ দেখে অভিযুক্তরা হুমকি দিতে শুরু করে। এরপর গাড়ি ধাওয়া করে এক্সাইড মোড়ে এসে আন্দোলনকারীদের রাস্তা আটকানো হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। আন্দোলনকারীরা প্রতিবাদ করায় মারধরও করা হয় বলে অভিযোগ। আন্দোলনকারীদের দাবি, ময়দান ও শেক্সপিয়র সরণি থানায় ফোন করেও পুলিশ আসেনি। এরপর ১০০ ডায়ালে ফোন করায়, শেক্সপিয়র সরণি থানার পুলিশ আসে। শেষপর্যন্ত ওই থানায় অভিযোগ দায়ের করেন আন্দোলনকারীরা। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
অভিযোগকারী অভিজিৎ সেন বলেন, "মদ খেয়ে গাড়ি চালানো হচ্ছে এমন অপবাদ দেওয়া হয়। আমরা প্রত্যেকে মেডিক্যাল করাতে রাজি আছি। কিন্তু ওদের অভিপ্রায় এটাই ছিল যে যেহেতু এরা আন্দোলনে অংশ নিয়েছে, আমাদের সবার বুকে প্রোটেস্টের ব্যাজ ছিল। তাই আমাদের টার্গেট ছিল। ছেলেমেয়ে ছিল।'' আরেক অভিযোগকারী স্বস্তিক শাসমলের কথায়, "আমাদের গাড়িটা বাইক দিয়ে ব্লক করে দেয়। গাড়ি থেকে নামতে বলে। রীতিমতো হাত দিয়ে গাড়ির কাচ ভেঙে দেয়।''
আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে ৮০টিরও বেশি সংগঠন মিলে তৈরি হয়েছে ‘অভয়া মঞ্চ’। তাদের ডাকেই ‘জ্বালাও আলো, দ্রোহের আলো’ কর্মসূচিতে কলকাতা- সহ জেলায় জেলায় চিকিৎসকদের পাশাপাশি পথে নামেন সাধারণ মানুষ। রাস্তায় আঁকা হল বিচারের দাবি। প্রতিবাদের গান-কবিতায় মুখরিত হল শহর। রাসবিহারী মোড়ে বিচার চেয়ে জ্বলল মশাল। ‘অভয়া মঞ্চ’র ডাকে প্রদীপ জ্বলল যাদবপুর এইটি বি-তেও। বিচার চেয়ে আঁকা হয় গ্রাফিতি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনেও জ্বলে মশাল, মোমবাতি। বিচার চেয়ে চলল গণস্বাক্ষর সংগ্রহ। ৯ নভেম্বর, আর জি কর-কাণ্ডের ৩ মাস পূর্ণ হবে। ওই দিন রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েত করে 'জনতার চার্জশিট' কর্মসূচি পালনের ডাক দিয়েছে অভয়া মঞ্চ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sougata On Abhishek: পার্টি চালানোর ক্ষেত্রে একজনকে দায়িত্ব দিতে হয়, সেটা অভিষেক: সৌগত রায়