Diamond Harbour News: ভুয়ো CBI অফিসার সেজে 'প্রতারণা', বিভাস অধিকারীর ভুয়ো থানা কাণ্ডের ছায়া এবার ডায়মন্ড হারবারে!
Diamond Harbour Fraud Case : ভুয়ো CBI অফিসার সেজে 'প্রতারণা', মূল মাথা কলকাতার লেক থানা এলাকার বাসিন্দা ফাল্গুনী চট্টোপাধ্যায়, খবর পুলিশ সূত্রে

কলকাতা: বিভাস অধিকারীর ভুয়ো থানা কাণ্ডের ছায়া এবার ডায়মন্ড হারবারে! ভুয়ো সিবিআই, ইডি-সহ কেন্দ্রীয় সরকারি অফিসার সেজে প্রতারণার জাল। পুলিশ সূত্রে খবর, রীতিমতো অফিস খুলে প্রতারণা, লোগো, ব্যাজ, পরিচয়পত্র তৈরির অভিযোগ। পাশাপাশি পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, সরকারি লোগোও নকল করা হত !
আরও পড়ুন, ইডি হেফাজতে জীবনকৃষ্ণ, ছবি দেখিয়ে বিস্ফোরক শুভেন্দু
সম্প্রতি ডায়মন্ড হারবারের ১৪ নং ওয়ার্ডে একটি অফিস খোলা হয়। জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ। ভুয়ো সিবিআই, ইডি, সিআইডি, ভিজিল্যান্স, নার্কোটিক্স অফিসার সেজে প্রতারণার অভিযোগ। চক্রের মূল কারবার দক্ষিণ দিনাজপুরে, সম্প্রতি ডায়মন্ড হারবারে জাল। পুলিশ সূত্রে খবর, মূল মাথা কলকাতার লেক থানা এলাকার বাসিন্দা ফাল্গুনী চট্টোপাধ্যায়। স্থানীয়ভাবে কেউ সহযোগিতা করেছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
সম্প্রতি নয়ডায় নকল থানা তৈরির অভিযোগে প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে গ্রেফতার করেছিল পুলিশ। এর আগে, স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হওয়ার পরই সামনে আসে এই বিভাস অধিকারীর নাম। সূত্রের খবর , বিভাস অধিকারী গ্রেফতার হতেই নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে নিয়ে ফের ED ও CBI দফতরে তৎপরতা শুরু হয়। রিপোর্ট তলব করা হয়। সর্বভারতীয় আর্য মহাসভা প্রাক্তন তৃণমূল নেতা ও সভাপতি বলেন, 'সমাজ থেকে শ্রদ্ধার চাষ হারিয়ে যাচ্ছে। শ্রদ্ধার চাষ যদি না হয়, তাহলে ভবিষ্য়ৎ অন্ধকার।'তাঁর মুখে শোনা যেত এরকমই সব জ্ঞানের বুলি! আর সেই তিনিই গ্রেফতার হলেন জালিয়াতির কারবার ফেঁদে বসার অভিযোগে।
নয়ডায় নকল থানা তৈরির অভিযোগে, প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্নীতির অভিযোগে বিভাস অধিকারীর নাম জড়ানো অবশ্য় এই প্রথম নয়। এর আগে, স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তেও জড়িয়ে গেছিল বিভাস অধিকারীর নাম। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, CBI স্ক্যানারে থাকা গোপাল দলপতি ও ধৃত কুন্তল ঘোষের মুখে উঠে এসেছিল তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর। ২০২২ সালের অক্টোবর মাসে কলকাতার আমহার্স্ট স্ট্রিটে, তাঁর একটি ফ্ল্যাট সিল করে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁর বাড়ি... গাড়ি... বাড়ি লাগোয়া আশ্রম... এবং কলকাতার ফ্ল্য়াটে...ম্যারাথন তল্লাশি চালায় CBI.
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















