Dilip Ghosh : মোদি সফরের দিনেও ছিলেন না কলকাতায়, 'স্বমহিমায় ফিরছেন দিলীপ ঘোষ' !
Dilip On Shamik On Modi: প্রধানমন্ত্রীর তিন সভায় ব্রাত্য থাকার পরেও দলের রাজ্যে সভাপতির বক্তব্যে সিলমোহর, কী বললেন দিলীপ ?

শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : স্বমহিমায় ফিরছেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর তিন সভায় ব্রাত্য থাকার পরেও দলের রাজ্যে সভাপতির বক্তব্যে সিলমোহর দিয়ে জানালেন দিলীপ ঘোষ। প্রাক্তন বিজেপি সাংসদ বলেন, আমরা তৈরি, নির্দেশ এলেই পার্টির কাজের ঝাঁপিয়ে পড়তে রাজি। বিজেপিকে এনিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
'খুব শীঘ্রই স্বমহিমায় ফিরতে চলেছেন দিলীপ ঘোষ..'
আলিপুরদুয়ার, দুর্গাপুরের পরে এ বার দমদম। ৩ মাসের কম সময়ের মধ্যে ৩ বার বঙ্গসফরে নরেন্দ্র মোদি। নজরে ২৬-এর বিধানসভা ভোট। এবং তিনটি সভাতেই ব্রাত্য ছিলেন প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার প্রধানমন্ত্রী বঙ্গ সফরের সকালেই কলকাতা ছাড়েন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি।যদিও দলের রাজ্য সভাপতির দাবি, খুব শীঘ্রই স্বমহিমায় ফিরতে চলেছেন দিলীপ ঘোষ। এই আবহে শনিবার দিলীপ ঘোষ ফিরলেন কলকাতায়।
দলের নির্দেশ পেলেই সেই পরিবর্তনের যুদ্ধে ঝাঁপাতে তৈরি, বললেন দিলীপ ঘোষ
প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, শমীক ভট্টাচার্য আমার ক্যাপ্টেন, যেদিন বলবেন সেদিন পার্টির কাজের জন্য ঝাঁপিয়ে পড়তে রাজি আছি। শমীক ভট্টাচার্যের উপর আস্থা আছে। তিনি চাইছেন সকলকে নিয়ে চলতে। যেদিন আমাকে যে দায়িত্ব দেবে, আমার কাজ করতে কোন আপত্তি নেই। আবার একটা টুল পেতে যদি বলে চুপ করে বসে থাকো, তাহলে তাই বসে থাকব। ভোট এলে ডাকবে, আমি যাব।' বছর ঘুরলেই বিধানসভা ভোট। বিজেপির লক্ষ্য, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে কুর্সি দখল করা। শুক্রবার কলকাতায় এসে ফের পরিবর্তনের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদি। দিলীপ ঘোষের দাবি, দলের নির্দেশ পেলেই সেই পরিবর্তনের যুদ্ধে ঝাঁপাতে তৈরি।
'ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে..'
কিছুদিন আগে, আনুষ্ঠানিকভাবে যখন শমীক ভট্টাচার্যের নামে, বিজেপি নব নির্বাচিত রাজ্য সভাপতি হিসেবে ঘোষণা হচ্ছে, সেদিন তাঁকে দেখা না গেলেও, পরে শমীকের সঙ্গে দেখা করতে বিজেপি দফতরে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেসময় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলতে শোনা গিয়েছিল, 'আমরা সবাই বিজেপি। আমাদের প্রতীক পদ্মফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল হতে পারে। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু এর অর্থ এটা নয়, যে সে দলের বাইরে চলে গেছেন।'























