Murshidabad News: রায় ঘোষণার পরও আশঙ্কামুক্ত হতে পেরেছে হরগোবিন্দ দাসের পরিবার?এখন কী পরিস্থিতি ?
ABP Ananda Live: রায় ঘোষণার পরও কিন্তু আশঙ্কামুক্ত হতে পেরেছে হরগোবিন্দ দাসের পরিবার? এখন কী পরিস্থিতি ? জাফরাবাদে হরগোবিন্দ-চন্দন দাস খুনে ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ।জঙ্গিপুর মহকুমা আদালতের। মৃতের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ। ১২ এপ্রিল: জাফরাবাদে বাড়ি থেকে টেনে বাবা-ছেলেকে কুপিয়ে খুন। হরগোবিন্দ-চন্দন দাস হত্যাকাণ্ডে SIT গঠন করে তদন্তে পুলিশ। ৬ জুন: হরগোবিন্দ-চন্দন দাস খুনে ১৩জনের বিরুদ্ধে চার্জশিট।
গঙ্গাসাগরে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল না প্রশাসন
গঙ্গাসাগরে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল না প্রশাসন। বুধবার সাগরদ্বীপে সভা করার কথা ছিল বিরোধী দলনেতার। আজ মহকুমাশাসককে চিঠি দিয়ে জানালেন সাগর থানার ওসি। 'গঙ্গাসাগর মেলায় পূর্ণ্যার্থীদের ও বিরোধী দলনেতার নিরাপত্তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত', মহকুমাশাসককে চিঠি পুলিশের। 'বিরোধী দলনেতা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। ভিভিআইপি প্রোটোকলে বিকল্প রাস্তা নেই। সভাস্থলে আসার বিকল্প রাস্তাও নেই। আয়োজকরা জানিয়েছেন ১০ হাজার লোক হবে', চিঠিতে উল্লেখ। প্রস্তাবিত সভাস্থলের অসুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত, মহকুমাশাসককে চিঠি পুলিশের।



















