Dilip On Mamata: মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে সুরক্ষিত না থাকলে চিন্তার বিষয় : দিলীপ
Dilip On Mamata Health: 'তাঁর নিজের জীবন সংশয় হচ্ছে, এই ধরণের রাজনীতিতে কার লাভ ? ', মুখ্যমন্ত্রী চোট পাওয়ার পর বড়সড় প্রশ্ন তুললেন দিলীপ..
কলকাতা: কীভাবে পড়ে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)? এসএসকেএমের ডিরেক্টরের রাতারাতি বক্তব্য বদল ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক। রক্তাক্ত অবস্থায় মুখ্যমন্ত্রীর ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা নিয়েও তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের মুখ খুললেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
এদিন দিলীপ ঘোষ বলেন, 'মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তাঁকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দিয়েছে। খুবই চিন্তার বিষয় মুখ্যমন্ত্রী তাঁর নিজের বাড়িতেই সুরক্ষিত না হন, তাহলে কোথায় সুরক্ষিত হবেন? যিনি নিজেকে বাঘিনী বলতেন, তিনি বাড়িতেও বিড়ালের মত বেঁচে আছেন। তাঁর আত্মীয়-স্বজনের ওপর ভরসা নেই। তাঁরা বিদ্রোহ করছে ,তাঁর বিরুদ্ধে। কী ধরণের রাজনীতি করেছেন ? কার জন্য করেছেন ? নিজের আত্মীয় স্বজনের জন্য সব করার পরও খুশি করতে পারেননি। তাঁর নিজের জীবন সংশয় হচ্ছে। এই ধরণের রাজনীতিতে কার লাভ ? সারা জীবনটা ওনার ব্যর্থতাই ভরে গেল এবার।'
পিছন থেকে ধাক্কার জেরে পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। মেডিক্য়াল বুলেটিনে এই বিস্ফোরক মন্তব্য় করলেন, SSKM-এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়।যা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কে ধাক্কা মারল মুখ্য়মন্ত্রীকে? মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা ঠিক বলতে পারছি না এখনও। তবে, কিছু একটা ধাক্কা লেগেছে এরকম শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে, পিছন থেকে ধাক্কার ফলে পড়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সামনে এবং পুলিশ কর্তাদের সঙ্গে তাঁর যে কথা হয়েছে, তাতেও তিনিই বলেছেন যে, পিছন থেকে ধাক্কা মারা হয়েছে, তাতেই তিনি পড়ে গেছেন।
'ধাক্কা' ঘিরে ক্রমশই বাড়ছে ধোঁয়াশা। আর খোদ এসএসকেএম-এর অধিকর্তার ২ রকম বক্তব্য নিয়েই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর চিকিৎসা নিয়ে সাংবাদিকদের সামনে দেওয়া বিবৃতি, রাতারাতি কেন বদল করতে হল SSKM-এর ডিরেক্টরকে? নিছকই তাড়াহুড়োর কারণে 'ভুল' হয়েছিল শব্দচয়নে? এসএসকেএম ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'আমরা গতকালই স্পষ্ট করেছিলাম যে এটা পিছন থেকে ধাক্কা লাগার অনুভূতি।'
আরও পড়ুন, পর্দা ঢাকা বাসের ভিতর গরুর পাল ! ভোটের আগে ফের সক্রিয় গরু পাচার চক্র?
তার মানে ধাক্কা মারার মতো আসলে কিছু ঘটেনি? সাংবাদিকের প্রশ্নের উত্তরে মণিময় বন্দ্যোপাধ্য়ায় বলেন এটা আমি বলতে পারব না কারণ এটা পিছন থেকে ধাক্কা মারার একটা অনুভূতি।' নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, ভিন্নমত আসে কী করে? একটাই মত যে পেশেন্ট অর্থাৎ দিদি একটা অদ্ভুত সেনসেশন মনে হয়েছে। তারপর তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন। এবার তো আমাদের দেখতে হবে সেটা মাথা ঘুরল, ওই সময় ব্লাড প্রেসারটা কী ছিল, এগুলো সব তো ডাক্তাররা দেখছে।