Purba Medinipur: হঠাৎ ঝাঁকুনি দিয়ে থামল ট্রেন, আতঙ্কে নামতে গিয়ে জখম যাত্রীরা
Train Problem: ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে হলদিয়া-হাওড়া লোকাল। ট্রেন চলাকালীন হঠাৎ এমন হওয়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: লোকাল ট্রেনের লাইনে বিপত্তি। পূর্ব মেদিনীপুরে হলদিয়া-পাঁশকুড়া ট্রেনের রুটে তার ছিঁড়ে বিপত্তি বাঁধল। ওই রুটে রঘুনাথবাড়ি স্টেশনের কাছে ট্রেনের বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি ঘটে।
কী ঘটনা?
এদিন আচমকাই বিকট শব্দ করে, ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে হলদিয়া-হাওড়া লোকাল। ট্রেন চলাকালীন হঠাৎ এমন হওয়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেন থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। সবাই মিলে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামার চেষ্টা করতেই বেশ কয়েকজন জখম হন।
রেলের তরফে জানানো হয়েছে আচমকা ওভারহেডের তার ছিঁড়ে এই বিপত্তি ঘটেছে। শুক্রবার সকাল সাতটা নাগাদ এই ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, প্যান্টোগ্রাফ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওভারহেড ছিঁড়ে যায়। পোস্ট থেকেও ছিঁড়ে যায়। এর ফলে ঘণ্টা দুয়েক বন্ধ থাকে ট্রেন। দিঘা-সাঁতরাগাছি লোকালকে পাশাপাশি দাঁড় করিয়ে উদ্ধার করে। স্থানীয়রা মই এনে পার করায়।
অন্যত্রও সমস্যা:
এদিন আসানসোল লাইনেও ট্রেনের সমস্যা দেখা দেয়। আসানসোল-রাঁচি মেমুর প্যান্টোগ্রাফ ভেঙে গিয়ে বিপত্তি হয়। জয়চণ্ডী পাহাড় স্টেশনের অদূরে দাঁড়িয়ে যায় ট্রেন। এর জেরে আদ্রা আসানসোল রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়াও আদ্রা ডিভিশনেই দামোদর-বার্নপুর স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
সকাল থেকে বিপত্তি:
কোথাও প্যান্টোগ্রাফ ভাঙল, তো কোথাও ছিঁড়ল ওভারহেড তার। একদিকে জয়চণ্ডীতে প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, আদ্রা আসানসোল ট্রেন চলাচল ব্যাহত, অন্যদিকে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি- হাওড়া-হলদিয়া ট্রেন চলাচল ব্যাহত। জোড়া বিপর্যয়ে শুক্রবার সকাল থেকে রাজ্যের দুই গুরুত্বপূর্ণ শাখায় রেল চলাচল ব্যাহত হয়। চরম হয়রানির মুখে পড়েন যাত্রীরা। এদিন সকাল ৮টা নাগাদ, পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ার রঘুনাথবাড়ি স্টেশনের কাছে, আচমকা ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে হলদিয়া-হাওড়া লোকাল। বিকট শব্দ শুনে চমকে ওঠেন যাত্রীরা। ট্রেন থেকে নামার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সেখানে প্ল্যাটফর্ম না থাকায় লাফিয়ে নামতে গিয়ে আহত হন অনেকে। অনেকেই নামতে না পেরে ট্রেনে আটকে পড়েন। পাশের লাইনে অন্য একটি লোকাল দাঁড় করিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। স্থানীয়রা মই এনে যাত্রীদের পাশের ট্রেনে যাওয়ার ব্যবস্থা করে দেন।
কদিন আগেই অবরোধ:
রেললাইনের ধারে ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে স্থানীয়দের রেল অবরোধ। শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। রেলের আশ্বাসে অবরোধ ওঠে। ব্যস্ত সময়ে রেললাইনে বসে পড়ে চলে বিক্ষোভ। ভোগান্তির শিকার হন যাত্রীরা। সম্প্রতি উত্তর ২৪ পরগনার দত্তপুকুর স্টেশনে রেললাইন অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সোয়া একঘণ্টা ধরে চলে অবরোধ। ঘটনার সূত্রপাত রেললাইনের ধারে ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে। স্থানীয়দের অভিযোগ, এর ফলে আশেপাশের ১৪টি গ্রামের বাসিন্দাদের লাইন পারাপারে সমস্যা হবে। ঘুরপথে যাতায়াতে অনেক সময় লাগবে।
আরও পড়ুন: মেট্রোর টানেলের কাজ চলাকালীন জল ঢুকে বিপত্তি বউবাজারে