Subiresh Bhattacharya: নিয়োগ-দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্যর জামিনের আবেদন খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে
Recruitment Scam Case:নিয়োগ-দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্যর জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 'দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে', মন্তব্য করল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।
রুমা পাল, কলকাতা: নিয়োগ-দুর্নীতি (Recruitment Scam Case) মামলায় সুবীরেশ ভট্টাচার্যর (subiresh bhattacharya) জামিনের (bail) আবেদন (plea) খারিজ (cancel) করল কলকাতা হাইকোর্টের (high court) ডিভিশন বেঞ্চ (division bench)। 'দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে', জামিনের আবেদন খারিজের সময় মন্তব্য করে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। 'এতে এক দিকে অযোগ্যদের চাকরি দিয়ে যোগ্যদের বঞ্চিত করা, অন্য দিকে অযোগ্যদের হাতে আগামী প্রজন্মের শিক্ষার ভার তুলে দেওয়া হয়েছে', আরও পর্যবেক্ষণ হাইকোর্টের। সঙ্গে আরও বলা হয়, এই ভাবে আগামী প্রজন্মকে অনিশ্চয়তায় দিকে ঠেলে দেওয়া আসলে চরম প্রতারণা।
কী ঘটল?
দিনদুয়েক আগেই সিবিআই সূত্রে জানা গিয়েছিল, এসএসসির ৪ আধিকারিকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সুবীরেশ ভট্টাচার্যকে। শোনা যায়, লাগাতার প্রশ্নের মুখেও কুলুপ এঁটে রয়েছেন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান তার পরই ৪ আধিকারিকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের ভাবনা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সুবীরেশ ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ীই কাজ করেছেন ৪ আধিকারিক। তদন্তে আরও জানা যায়, এসএসসি-র ২ প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ও প্রদীপকুমার শূরকে কোনও নিয়ম না মেনেই পদ থেকে সরানো হয়েছিল। তাঁদেরও নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার ৪ আধিকারিকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সুবীরেশ ভট্টাচার্যকে।
জিজ্ঞাসাবাদ প্রাক্তন ২ চেয়ারম্যানকে...
দিনদুয়েক আগে সিবিআইয়ের তলবে নিজাম প্যালেসে পৌঁছন এসএসসি-র ২ প্রাক্তন চেয়ারম্যান। নিজাম প্যালেসে আসেন এসএসসি-র ২ প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ও প্রদীপকুমার শূর। নিয়ম না মেনে এই ২ জনকে পদ থেকে সরানো হয়, তদন্তে এসেছে এই তথ্য, খবর সিবিআই সূত্রে। ২ জনকে সুবীরেশ ভট্টাচার্যর মুখোমুখি বসিয়ে করা হতে পারে জিজ্ঞাসাবাদ, খবর সূত্রের। সুবীরেশ ভট্টাচার্যর অধীনে কাজ করা ৪ আধিকারিককেও তলব করল সিবিআই। সুবীরেশের নির্দেশ পালন করেছেন এসএসসি-র ৪ কর্মী, খবর সূত্রের। সুবীরেশের মুখোমুখি বসিয়ে ৪ জনকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা, খবর সূত্রের। গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলাতেও সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে পেয়েছে CBI। তাঁর সম্পর্কে আরও বিস্তারিত জানতে, সোমবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের আরও দুই প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এবং প্রদীপকুমার শূরকে। ডাকা হয়েছিল SSC-র চারজন আধিকারিক এবং কর্মীকেও। যাঁরা একসময় সুবীরেশের অধীনে কাজ করেছিলেন। সিবিআই সূত্রে দাবি, বেশিরভাগ প্রশ্নের উত্তরেই চুপ করে থাকছেন SSC'র প্রাক্তন চেয়ারম্য়ান সুবীরেশ। তাই পাল্টা কৌশল নেওয়া হয়। সুবীরেশ সম্পর্কে জানতে, ডাকা হয় তাঁর একদা সহকর্মী ৬ জনকে। চিত্তরঞ্জন ও প্রদীপকুমারকে, সুবীরেশের মুখোমুখি বসানো না হলেও, SSC-র বাকি চারজন আধিকারিক ও কর্মীকে প্রাক্তন চেয়ারম্যানের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে CBI সূত্রে দাবি। তাঁদের কাছে জানতে চাওয়া হয়, সুবীরেশ ভট্টাচার্য কী কী নির্দেশ দিতেন? অবৈধভাবে চাকরি দেওয়ার ক্ষেত্রে তাঁদের কোনওভাবে কাজে লাগানো হয়েছিল কি না? সুবীরেশের বিরুদ্ধে যা যা নথিপত্র মিলেছে, সেগুলিও তাঁদের দেখানো হয়েছে বলে সূত্রের খবর।