Dol Yatra: দেবীর পায়ে আবির দিয়ে বোধন, শ্রীরামপুরে মহাসমারোহে দোল-দুর্গোৎসব পালন
Dol Purnima 2025: বঙ্গ দেশে দুর্গা পুজোর সঙ্গে মহিষমর্দিনী পুজোর প্রচলন রয়েছে বিভিন্ন জায়গায়। তার জন্য নির্দিষ্ট তিথিও রয়েছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: দুর্গা উৎসব নয় অথচ দুর্গার আহ্বান করা হয় শ্রীরামপুরে। মহিষাসুরমর্দিনী পুজো হয়ে আসছে শ্রীরামপুরের পঞ্চানন তলায়। শ্রীরামপুরের দে পরিবারের নগেন্দ্রনাথ দে এবং পুলিনবিহারী দে স্বপ্নাদেশে পান। সেই অনুযায়ী শ্রীরামপুরের পঞ্চানন তলায় তাদের জায়গায় এই মহিষমর্দিনী পুজোর আয়োজন করেন। তন্ত্র মতে পুজো করা হয় দেবীকে।
বঙ্গ দেশে দুর্গা পুজোর সঙ্গে মহিষমর্দিনী পুজোর প্রচলন রয়েছে বিভিন্ন জায়গায়। তার জন্য নির্দিষ্ট তিথিও রয়েছে। কিন্তু শ্রীরামপুরের এই মহিষাসুরমর্দিনী পুজো দোলপূর্ণিমা তিথিতে পালন করা হয়।চার দিন ব্যাপী এই পুজো চলে। আগে মোষ ও ছাগ বলির প্রচলন থাকলেও এখন তা বন্ধ হয়ে গেছে। দে পরিবারের এই পুজোয় দুর্গার দু'পাশে কার্তিক, গণেশ, লক্ষী, সরস্বতী থাকেন না, বদলে থাকেন তাঁর দুই সখী জয়া ও বিজয়া। দুর্গা পূজার মতোই যাবতীয় নিয়ম মেনে অত্যন্ত নিষ্ঠা সহকারে ৪ দিন ধরে পুজো হয়। দুর্গাপুজোর নির্ঘন্ট অনুযায়ীই চলে এই পুজো।
নবমীর দিন মৎস্য ভোগের আয়োজন করা হয়।স্থানীয় মহিলারা এই পুজোর দিন মা দুর্গার পায়ে আবির দিয়ে প্রভাত ফেরী আয়োজন করেন।এরপর মায়ের সামনেই আবির খেলা চলে। এবছর ২২১ বছরে পা দিল মহিষমর্দিনী পুজো। পুজোর এক সদস্য তন্ময় ভট্টাচার্য বলেন দে পরিবারের পারিবারিক পুজো হলেও পরবর্তী কালে তা বারোয়ারি পুজোয় রূপান্তরিত হয়েছে। শ্রীরামপুর টাউন ক্লাব এই পুজো করে আসছে। বিশাল ভোগের আয়োজন করা হয়। বহু মানুষ আসেন এই পুজো দেখতে।
আরও পড়ুন, অশীতিপর মায়ের দেওয়া কিডনিতে 'পুনর্জন্ম' ছেলের! সন্তানের জন্য নিজের জীবন বাজি রাখলেন বৃদ্ধা!
অনেক আগে পুজোর তিনদিন যাত্রাপালা হত, কবিগানের আসর জমে উঠত। তবে বর্তমানে পুজোয় ৩ দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দশমীর দিন অঞ্চলের মেয়ে বৌরা সিঁদুর পরিয়ে মিষ্টি মুখ করিয়ে সাড়ম্বরে মা'কে বরণ করেন। সিঁদুর খেলার পর মা-এর বিসর্জনের পালা। বিসর্জনের দিন রাতে শোভাযাত্রা সহ শ্রীরামপুরের দে বাবুদের ঘাটে গঙ্গায় মায়ের প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়েই শেষ হয় এই পুজো।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















